ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুগলের ত্রুটি ধরিয়ে পুরস্কার

প্রকাশিত: ০৬:১০, ১৭ আগস্ট ২০১৭

গুগলের ত্রুটি ধরিয়ে পুরস্কার

রাত জেগে পড়াশোনা, এরপর একটু ক্লান্তি। কিন্তু বড়পত্র গুছিয়ে ঘুমিয়ে পড়তেও মন চায়নি। একঘেয়ে ভাব দূর করতে তাই কিছু সময়ের জন্য গুগল খুলে বসে সে। এভাবে ঘাঁটাঘাঁটি করতে করতে একটা ওয়েব পেজে এসে তার চোখ আটকে যায়। এই ওয়েব পেজের লিঙ্ক-এ ক্লিক করে ঢুকে সে বুঝতে পারে, সেখানে ঢুকতে গেলে বা কোন বিশেষ তথ্য অনুসন্ধান করতে গেলে ‘সিকিউরিটি পাসওয়ার্ড’ বা ‘ইউজার নেম’ দেয়ার প্রয়োজন নেই। আরও অবাক করা বিষয় হল, ওই ওয়েব পেজে গুগল পরিষেবা এবং পরিকাঠামো সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য অনায়াসেই পাওয়া যায়। কিশোরটি বুঝতে পারে, এই ওয়েব পেজে ঢুকে গুগল-এর অনেক গুরুপূর্ণ পরিষেবা সহজেই ‘হ্যাক’ করা যেতে পারে। একটুও দেরি না করে গুগল সিকিউরিটি টিমকে মেল করে গোটা বিষয়টি জানায় সে। গুগল-এর পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় ওই কিশোরকে। ব্যস, নিশ্চিন্ত! নিজের একটি ব্লগে ওই কিশোর লিখেছে, “ভেবেছিলাম, এটা গুগল-এর সামান্য কিছু সমস্যা। তেমন গুরুত্বপূর্র্ণ কিছু নয় হয়তো!” কিন্তু, এর ক’দিন পরই গুগল-এর একটি মেল পেয়ে রীতিমতো চমকে ওঠে সে। ‘ভালনেরাবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম (ভিআরপি) অনুযায়ী, সংস্থার নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি (বাগ) ধরিয়ে দেয়ার গুগল কিশোরকে পুরস্কৃত করা হয়। জানেন সেই পুরস্কারের মূল্য কত? ১০ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় সাড়ে ছ’ লাখ টাকা। উরুগুয়ের বাসিন্দা ওই ছাত্রের নাম ইজিকুয়েল পেরেরা। চলতি বছরের গোড়ায় গুগল তাদের এই ভিআরপি চালু করেছে যার মাধ্যমে গুগল-এর নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি ঠিকঠাক ধরিয়ে দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। জানা গেছে, এ ক্ষেত্রেও ইজিকুয়েলকে পুরস্কৃত করার পাশাপাশি নিজেদের ত্রুটিও শুধরে নিয়েছে গুগল। -টেলিগ্রাফ অনলাইন
×