ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইয়াবাসহ সস্ত্রীক বিজিবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৪, ১৭ আগস্ট ২০১৭

রাজশাহীতে ইয়াবাসহ সস্ত্রীক বিজিবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সস্ত্রীক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নগরীর গুড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান। গ্রেফতারকৃত বিজিবি সদস্য হলেন গোলজার হোসেন (৩৮)। তিনি দিনাজপুর জেলার মেহেরপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে ও রাজশাহীতে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। তার স্ত্রীর নাম রাকিবা খাতুন (২৫)। তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি হাফিজুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে। ওই এলাকায় তার শ্বশুরবাড়ি। গোলজার হোসন তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই বাস করতেন। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের দুজনকেই গ্রেফতার করে থানায় দিয়ে আসা হয়। স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল বলেও জানান ওসি।
×