ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুটি পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুহিত

প্রকাশিত: ০৬:০৩, ১৭ আগস্ট ২০১৭

দুটি পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের দায়ে দৈনিক আমাদের অর্থনীতি ও এশিয়ান এজে’র বিরুদ্ধে এক শ’ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ডেকে নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, চীনের একটি সফরকে কেন্দ্র করে এ দুটি পত্রিকা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছে। আর এ কারণে তিনি মানহানি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে সংবাদপত্র দুটির সম্পাদক ও প্রকাশক বরাবর তার দফতর থেকে চিঠি দেয়া হয়েছে। আজই (বুধবার) পত্রিকা দুটির বিরুদ্ধে উকিল নোটিস পাঠাবো হবে। অর্থমন্ত্রী বলেন, লন্ডনের একটি প্রতিষ্ঠান ইউরোমানি। তারা চায়নার বেইজিংয়ে ‘চায়না এবং বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক প্রোগ্রাম হওয়ার কথা জানিয়েছিল। বিষয়টির সত্যতা যাচাই করতে চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দেই। রাষ্ট্রদূত খোঁজ নিয়ে জানান, এ ধরনের প্রোগ্রামের কোন তথ্য তাদের কাছে নেই। অথচ গত ১৩ আগস্ট আমাদের অর্থনীতি ও ১৬ আগস্ট ইংরেজী দৈনিক এশিয়ান এজ এ প্রোগ্রাম সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেন, পত্রিকা দুটি লিখেছে- বাংলাদেশ-চায়না রিলেশনশিপ বিল্ডআপ প্রোগ্রামে যোগদানের উদ্দেশে লন্ডনের আয়োজক সংস্থা ইউরোমানির কাছে আমি ছেলে ও মেয়ের জন্য প্লেনের টিকেট চেয়েছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এতে আমার সম্মানহানি হয়েছে। তিনি বলেন, গত নয় বছর ধরে টানা মন্ত্রীর দায়িত্ব পালন করছি। এ পর্যন্ত কারও কাছ থেকে প্লেনের টিকেট নিয়ে আমি কোথাও যাইনি। আর তা নেয়ার কোন প্রশ্নই ওঠে না। কারণ আমি যখন সরকারী কোন প্রোগ্রামে বিদেশ গেছি তখন সব খরচ সরকার বহন করেছে। আর সরকারী বিধান অনুযায়ী সফর সঙ্গী হিসেবে আমি একজনকে নিতেই পারি। অর্থমন্ত্রী বলেন, সংবাদটি করার আগে বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের বক্তব্য নেয়া উচিত ছিল। তারা ইআরডি’র রেফারেন্স দিয়েছে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে ইআরডি সচিবের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পত্রিকা থেকে কেউ যোগাযোগ করেনি। মুহিত বলেন, দুটি পত্রিকাই বোগাস নিউজ করেছে। তাদের বিরুদ্ধে আমি আজই ১০০ কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা করার নোটিস দিচ্ছি। চাল আমদানি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের আমদানি শুল্ক ৮ শতাংশ পর্যন্ত কমিয়ে এখন ২ শতাংশ করা হয়েছে। এছাড়া যেভাবে আমদানি হচ্ছে তাতে বন্যায় খাদ্য সঙ্কট হওয়ার কোন আশঙ্কা নেই। তিনি বলেন, এ বছর ১৫ লাখ টন চাল কেনা হবে এবং ৫ লাখ টন গম কেনা হবে।
×