ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সাগরে নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৩, ১৭ আগস্ট ২০১৭

দুই শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সাগরে নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৬ আগস্ট ॥ চট্টগ্রামের সীতাকু- সাগর উপকূলে বেড়াতে এসে অপর দুই শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সাগরে পড়ে নিখোঁজ নাকিব মোঃ হাব্বাবের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ২টার সময় শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার শিক্ষার্থী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (চুয়েট) ১৩তম ব্যাচের ছাত্র ও কুমিল্লা বরুড়া থানার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলালের পুত্র। জানা গেছে, উপজেলার মুরাদপুর গুলিয়াখালী সাগর উপকূল এলাকায় নাকিব মোঃ হাব্বাব চুয়েটের এক জুনিয়র বন্ধু ইমতিয়াজ, ইমতিয়াজের মা, বোন ও অন্য ছাত্রছাত্রীসহ এক সঙ্গে বেড়াতে আসে গুলিয়াখালী সাগর উপকূলে ১৩ জন। বেড়ানোর এক পর্যায়ে সাগরে অপর দুই শিক্ষার্থী পড়ে যেতে দেখে তাদের বাঁচাতে গিয়ে নিজেই সাগরে পড়ে যায়। সহপাঠীরা তাৎক্ষণিক সীতাকু- থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সীতাকু- দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে। এরপর যোগ হয় চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসা ইফতেখারের নেতৃত্বে স্পেশাল ডুবুরি দল। রাতে নিখোঁজ চুয়েট ছাত্রের কোন সন্ধান না পাওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর একটি রেকি টিম ঘটনাস্থলে আসে। বুধবার দুপুরের দিকে সাগরে মাছ ধরা জেলেরা একটি লাশ ভাসতে দেখে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান লোকজন পাঠিয়ে লাশটি উদ্ধার করে বেডিবাঁধে নিয়ে আসে। ঘটনাস্থলে এসে চুয়েট শিক্ষার্থীর মামা লাশটি শনাক্ত করার পর মরদেহ হস্তান্তর করেন। এ বিষয়ে মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বলেন, ‘মঙ্গলবার চট্টগ্রাম চুয়েট থেকে ১৩ ছাত্রছাত্রীর একটি দল বেড়াতে আসে মুরাদপুর গুলিয়াখালী সাগরে। বেড়ানোর এক পর্যায়ে দুই শিক্ষার্থী সাগরে পড়ে গেলে তাদের উদ্ধার করার চেষ্টা করে ওই ছাত্র। কিন্তু মেয়ে দুটি উদ্ধার হলেও সাঁতার না জানা নাকিব সাগরের পানি থেকে উঠতে পারেনি। আমরা শিক্ষার্থীর একটি জানাজা সাদের মস্তান স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীর লাশ উদ্ধার করে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
×