ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

মাওলানা সুবহানের আপীল শুনানি ১৬ অক্টোবর

প্রকাশিত: ০৬:০০, ১৭ আগস্ট ২০১৭

মাওলানা সুবহানের আপীল শুনানি ১৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের করা আপীল শুনানির জন্য ১৬ অক্টোবর ধার্য করেছে আপীল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এইদিন ধার্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্র এবং আসামি উভয়পক্ষকে আপীলের সারসংক্ষেপ জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট। আদালতেরাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে ছিলেন জয়নুল আবেদীন তুহিন। উল্লেখ্য,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারিআবদুস সুবহানকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ১৮ মার্চ আপীল করেন তিনি। ৮৯ পৃষ্ঠার মূল আপীলসহ এক হাজার এক শ’ ৮২ পৃষ্ঠার আপীল আবেদনে ৯২টি যুক্তি দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সরকারপক্ষের উত্থাপিত নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়। এরমধ্যে ১, ৪ ও ৬ নম্বর অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যুদ- প্রদান করেনট্রাইব্যুনাল। ২ ও ৭ নম্বর অভিযোগ আমৃত্যু কারাদ- ও ৩ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৫, ৮ ও ৯ নম্বর অভিযোগ থেকে খালাস পেয়েছেন আবদুস সুবহান।
×