ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ নিয়ে গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ নিয়ে গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ নিয়ে গোলটেবিল বৈঠক হয় বুধবার বিকেলে। একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে আলোচনা করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মেসবাহ কামাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক মশিউর রহমান, মহিউদ্দিন আহমেদ, ড. ফিরোজ মাহমুদ ও সুভাষ সিংহ রায়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশের নেপথ্য কথা বর্ণনা করে বলেন, শীঘ্রই বঙ্গবন্ধু রচিত চীন ভ্রমণবিষয়ক গ্রন্থ প্রকাশিত হবে। বক্তারা বলেন, গ্রন্থে বঙ্গবন্ধুর অন্তরালের পরিচয় স্বচ্ছ হয়ে ফুটে উঠেছে। এই গ্রন্থ প্রকাশের পর বঙ্গবন্ধুর জীবনীতে যেমন নতুন তথ্য সংযোজনের পরিসর তৈরি হয়েছে তেমনি বাংলাদেশের ইতিহাসেরও অজানা অধ্যায় উন্মোচিত হয়েছে। আমাদের কারাব্যবস্থা, কারাজীবনের অন্তরঙ্গ বিবরণ হিসেবে বইটি অসাধারণ। লেখক অত্যন্ত নিপুণ বর্ণনায় পরিপার্শ্বকে বিশ্লেষণ করেছেন, মন্তব্য করেছেন। কারাগারে সহ-কারাবন্দীদের সম্পর্কে তাঁর শ্রদ্ধাবোধ উঁচু রাজনৈতিক ব্যক্তিত্বেরই পরিচয়বহ। বক্তারা আরও বলেন, কারাগারে বসে একদিকে বঙ্গবন্ধু যেমন দেশের রাজনৈতিক অবস্থা, ৬ দফা আন্দোলন সম্পর্কে বলছেন তেমনি আন্তর্জাতিক বিশ্বের ঘটনাপ্রবাহ-ফরাসী বিপ্লববার্ষিকী, ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করেছেন। কারাগারের কুঠুরিতে ঘুরে বেড়ানো ছোট্ট পাখি সম্পর্কেও তাঁর পর্যবেক্ষণ সংবেদী পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। প্রথাগত সাহিত্যের গ্রন্থ এটি নয়, কাঠামোগত রাজনৈতিক ইতিহাসের গ্রন্থও এটি নয়, তবে এটি এমন এক ব্যক্তির হাতের বিশ্বস্ত রচনা যিনি তাঁর অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন বাঙালী জাতি রাষ্ট্রের জন্ম দিয়েছেন। তাই এই গ্রন্থ রাজনৈতিক-ঐতিহাসিক-সমাজতাত্ত্বিক দিক থেকে গভীর আলোচনার দাবি রাখে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কারাগারের রোজনামচা’ থেকে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের বিশেষ কিছু দিক খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে তাঁর সহানুভূতিশীল হৃদয়। কারাগারে অন্তরীণ পাগল, দুর্বৃত্তÑসব ধরনের মানুষকে তিনি সহনুভূতির দৃষ্টিতে দেখেছেন। আর তাঁর প্রচ্ছন্ন কৌতুকবোধ গ্রন্থটিকে জীবন্ত করে তুলেছে। ইতিহাসের যার যা প্রাপ্য বঙ্গবন্ধু নির্মোহভাবে তাঁর লেখায় সেসবের স্বীকৃতি দিয়েছেন। ‘সেলিম আল দীন উৎসব’ শুরু হচ্ছে কাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে উৎসবের নানা আয়োজন সম্পর্কে জানান এর আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ প্রামান্যচিত্র প্রদর্শন ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয় বুধবার বিকেলে। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ একাডেমি। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকার রুশ ফেডারেশন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স সিরগেই এ পোপড। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ সিকদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ। পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ড. নূহ উল আলম লেনিন প্রণীত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সেগুপ্তা নেসার। পরে ড. এবিএম আমানুল্লাহ প্রণীত ‘বাংলাদেশ ও জার্মানির প্রাথমিক স্তরের ভাষা ও শিক্ষা পদ্ধতি : একটি তুলনামূলক নিরীক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরপর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর আহমেদ রেজা। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেবে এফএফএসবি এখন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)। কাহিনী চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র শাখায় ৩টি সিনেমাকে পুরস্কার দেয়া হবে। বুধবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এই পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। এ ছাড়াও সংগঠনটি বেশকিছু কর্মসূচীর ঘোষণা দেন। ‘শিশু-কিশোরদের চোখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বুধবার সকালে। ‘শিশু-কিশোরদের চোখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
×