ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন অজ্ঞ ব্যক্তি কিছু বললেই বঙ্গবন্ধু খাটো হয়ে যাবেন না ॥ আমু

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ আগস্ট ২০১৭

কোন অজ্ঞ ব্যক্তি কিছু বললেই বঙ্গবন্ধু খাটো হয়ে যাবেন না ॥ আমু

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সাড়ে সাত কোটি বাঙালী জেগে উঠেছিল। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হেয় করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কোন অজ্ঞ ব্যক্তি কিছু বললেই বঙ্গবন্ধু খাটো হয়ে যাবেন না। তার স্থান ইতিহাস নির্ধারণ করে দিয়েছে। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান বক্তা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি ছিলেন। আরও বক্তৃতা করেন বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান। আমির হোসেন আমু বলেন, দেশকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সংবিধানের মূলনীতি মুছে ফেলার চেষ্টা হয়। এসবের মধ্য দিয়ে প্রমাণিত: বঙ্গবন্ধু হত্যাকা- কোন ব্যক্তি ও শুধু একটি পরিবার নিয়ে নয়; এ হত্যাকা- ছিল গোটা বাঙালী জাতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই কারণে ১৯ বার হত্যার অপচেষ্টা করা হয়েছে। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, বঙ্গবন্ধুকে ছোট করার ক্ষমতা কারো নেই। বঙ্গবন্ধুকে কেউ ছোট করতে চাইলে তিনি নিজেই ছোট হয়ে যাবেন। আমরা দেখেছি এই দেশের বিচারকরা জিয়াউর রহমানের সামরিক শাসনে প্রেসিডেন্ট হয়েছেন, এরশাদের সামরিক শাসনে প্রেসিডেন্ট হয়েছেন। আমি বলতে চাই এই দেশে অনেক কিছুই হয়েছে। এসব অসঙ্গতি দূর করেছেন একমাত্র শেখ হাসিনা। নাসিম বলেন, আমাদের সরকারের ক্রটি-বিচ্যুতি থাকতে পারে তবে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছেন শেখ হাসিনা। তার অপরাজেয় নেতৃত্বে আজ আমরা গর্বিত জাতি। তিনি বলেন, বঙ্গবন্ধু নিজ মহিমায় উদ্ভাসিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তিনিই জাতির পিতা এবং বঙ্গদেশের সমগ্র বাঙালীর মধ্যে তিনি শ্রেষ্ঠ বাঙালী বলে স্বীকৃত হয়েছেন। বাঙালীর জন্য একটি স্বাধীন দেশের তিনিই প্রথম রূপকার। তার অবর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, যে স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই চক্র আজও সক্রিয়, সেই চক্রই বিভিন্ন সময়ে জঙ্গী হামলা করছে। তারা পবিত্র ইসলামের কথা বলে অনৈসলামিক কাজ করছে। আগামীতে মহাজোট সরকারের বিজয়কে সুনিশ্চিত করে দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগকে স্মরণ করে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করলেই জাতির পিতার প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে।
×