ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গভবনে রায় ও সার্বিক ‍সম্পের্কে নিয়ে আলোচনা হয়েছে

প্রকাশিত: ০৫:৪১, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গভবনে রায় ও সার্বিক ‍সম্পের্কে নিয়ে আলোচনা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়টিও উঠে আসে। আলোচনায় আইনমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সর্বোচ্চ আদালতের ওই রায় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার সন্ধ্যায় সরকার প্রধান শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে ঢোকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই উপস্থিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে বঙ্গভবনে আইনমন্ত্রী আনিসুল হক যান। বৈঠক শেষে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক জনকণ্ঠকে বলেন, এটা ছিল আমাদের সৌজন্য সাক্ষাত। এখানে সব বিষয়েই আলোচনা হয়েছে। দেশের বন্যা, উচ্চ আদালতের রায়ের বিষয়টিও ছিল। এই রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের একদিন পর গত সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসেছিলেন ওবায়দুল কাদের। রায় নিয়ে আওয়ামী লীগের ‘প্রকৃত’ অবস্থান জানাতে তিনি সেদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। অন্যদিকে এ্যাটর্নিং জেনারেল মাহবুবে আলমও জনকণ্ঠকে বলেন, এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাত। বুধবার রাত সোয়া দশটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে প্রথমেই বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে (১৫ আগস্ট) মঙ্গলবার বঙ্গবন্ধু ভবনকে ঘিরে আত্মঘাতী বোমা হামলার যে পরিকল্পনা ছিল সেটাও উঠে এসেছে। পাশাপাশি সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় এসেছে সে বিষয়টিও আলোচনা করেছি। কী পদক্ষেপ নিচ্ছেন -জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখনই সবকিছু বলা যাবে না। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা হয়েছে। এখনও কারো সঙ্গেই আলোচনা শেষ হয়নি। আমরা রাষ্ট্রপতিকে দলীয় ও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছি। আলোচনা শেষ হয়নি, আরও আলোচনা করতে হবে। আপনি কী আবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন? জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেখা করতে যেতেও পারি। এটা হাইড করার কী আছে? ওপেন সিক্রেট। আমি কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনারা (সাংবাদিক) সংবাদ পাননি? পরে আমি তো অস্বীকার করিনি। আবার দেখা করতে গেলে আপনারা জানবেন। রাষ্ট্রপতি কী পরামর্শ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কী পরামর্শ দিয়েছেন তা বলা যাবে না। আলোচনা শেষ হয়নি। খুব শীঘ্রই কী ষোড়শ সংশোধনীর রিভিউ করা হবে জানতে চাইলে কাদের বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরে জানাব। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, গত ৩ জুলাই আপীল বিভাগের দেয়া এ রায়ে পূর্ণাঙ্গ অনুলিপি ১ আগস্ট প্রকাশ করে সুপ্রীমকোর্ট।
×