ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫ গ্রামে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৫:১৯, ১৭ আগস্ট ২০১৭

১৫ গ্রামে বিদ্যুত সংযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ১৫ গ্রামে ৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বুধবার বিকেলে বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, এমজি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি সোলায়মান খান প্রমুখ। ২১ বছর পর রায় ॥ ডাকাতের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডাকাতি করতে গিয়ে হত্যার ঘটনায় এক ডাকাতকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। দ-াদেশপ্রাপ্ত জুয়েল ওরফে সেলিম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খৈয়াঘাটা গ্রামের বাসিন্দা। ঘটনার প্রায় ২১ বছর পরে রায় ঘোষিত হয় এ মামলার। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় প্রদান করেন। একই রায়ে বেকসুর খালাস পেয়েছেন তিন আসামি। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৭ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের হাবিব সওদাগরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।মামলার বিবরণে জানা যায়, ডাকাতদল রাত ৩টার দিকে ওই বাড়িতে প্রবেশ করলে তাদের একজনকে জাপটে ধরে ফেলেন হাবিব সওদাগরের পুত্র আবদুল মান্নান। ওই সময় ডাকাত তাকে গুলি করে হত্যা করে।
×