ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ

শরীয়তপুরে ছয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৫:১৬, ১৭ আগস্ট ২০১৭

শরীয়তপুরে ছয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৬ আগস্ট ॥ শরীয়তপুর সরকারী কলেজে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের ৬ নেতাকতর্মীকে বহিষ্কার ও কমিটির আহবায়ক মহসিন মাদবরকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়ালকে সাময়িক বহিষ্কার করে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে মর্মে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে। বহিষ্কার করা ছাত্রলীগ নেতারা হলো সদর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সগীর হাওলাদার, শরীয়তপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সদস্য রাজীব দেওয়ান, সদর উপজেলা ছাত্রলীগ সদস্য জাহিদ হাসান, শরীয়তপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সদস্য অনিক মাদবর ও সদর উপজেলা ছাত্রলীগ কর্মী রাসেল সরদার। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত নোটিসে এই নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ওই সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, জাহিদ হাসান বাপ্পি ও রাজিব দেওয়ানকে আটক করেছে।
×