ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু চেয়ার’ চবি সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায়

প্রকাশিত: ০৫:১৫, ১৭ আগস্ট ২০১৭

‘বঙ্গবন্ধু চেয়ার’ চবি সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায়

নিজস্ব সংবাদদাতা, চবি ॥ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণার সুযোগ সীমিত। তবে ব্যক্তিগতভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালীকে জানার চেষ্টা করছেন অনেকে। বাংলাদেশের স্বাধীনতার ভিত যে মহানায়কের হাতে স্থাপিত হয়েছে তাঁর বর্ণাঢ্য জীবন সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। তাই বঙ্গবন্ধুকে জানতে, তাঁকে নিয়ে গবেষণার সুযোগ করে দিতে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’। বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠায় ইতোমধ্যেই একটি প্রস্তাবনা তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভার আলোচ্যসূচীতেও রাখা হয়েছে বিষয়টি। এটি বাস্তবায়িত হলে চবির শিক্ষক-শিক্ষার্থীরা একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র পাবেন বঙ্গবন্ধুকে জানার। জানা যায়, বঙ্গবন্ধু সম্পর্কে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং বঙ্গবন্ধু সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ। এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু এখনও অনাবিষ্কৃত। আমরা এখনও এ মহানায়কের জীবনের অনেক কিছুই জানতে পারিনি। তাই তাঁকে জানতে, তাঁর জীবন নিয়ে গবেষণা করতেই বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হবে। বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারাও। চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এ্যান্ড ফিশারিজের প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী বলেন, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
×