ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্টার্ন ভার্সিটিতে জাতীয় শোক দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৫:১৪, ১৭ আগস্ট ২০১৭

ইস্টার্ন ভার্সিটিতে জাতীয় শোক দিবস উদ্যাপন

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদ্যাপন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইইউয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে দিবসটিতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আজ্জম। ওই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহাম্মদ সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, ডিন, এ্যাডভাইজার, চেয়ারপার্সন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি নর্দান মেডিক্যালকলেজ মঙ্গলবার নর্দান মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোঃ আনছার আলী, অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ শেখ আকবর হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু ইউসুফ মিয়া, অধ্যাপক ডাঃ সোহরাব আলী, অধ্যাপক ডাঃ ফজলুল হক, অধ্যাপক ডাঃ নাজমুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডাঃ শহিদ খুরশিদ আলম, অধ্যাপক ডাঃ ময়েজ উদ্দিন, অধ্যাপক ডাঃ আবদুল মালেক, অধ্যাপক ডাঃ সুরাইয়া বেগম, অধ্যাপক ডাঃ নাজমা ইয়াসমিন, ফজলুর রহমান কো-অর্ডিনেটর, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ কাজিম উদ্দিন প্রমুখ।বিজ্ঞপ্তি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিব স উপলক্ষে ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এসএম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের উত্তরা স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তৃতা প্রতিযোগিতা ৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতা শেষে শিক্ষক, কর্মকর্তা ও ট্রাস্টিজ বোর্ডের সদস্যগণ শোক দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন এবং জোনায়েত আহমেদ।বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে রবিবার আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ সাদিক এবং বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য সময় চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম আক্তারী মমতাজ, সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি
×