ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:১২, ১৭ আগস্ট ২০১৭

নীলফামারীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বন্যার পানিতে পড়ে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের উলটপাড়া গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে এই ঘটনা ঘটে। শিশু দুজন হলো ওই গ্রামের কেশব চন্দ্র রায়ের শিশুপুত্র ডালিম চন্দ্র রায় (৭) দিলীপ চন্দ্র রায়ের মেয়ে দিপা রানী (৮)। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, দিপা রানী ও ডালিম খেলার ছলে দুপুরে বন্যার পানিতে ডুবে যায়। বিকেলে লাশ ভেসে উঠলে এলাকাবাসী দুই শিশুর মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার নিকলীতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারিয়া ও জোনাকী নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের কুমারচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কুমারচারা গ্রামের আলম মিয়ার মেয়ে মারিয়ার বয়স দুই ও একই গ্রামের রুকম উদ্দিনের মেয়ে জোনাকীর বয়স আড়াই বছর। জানা গেছে, রুকম উদ্দিনের বাড়ির পাশের পুকুরপারে মারিয়া ও জোনাকী খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে জোনাকীর মা শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে শিশুদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, পানিতে ডুবে নাঈম নামে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের মাস্টার কলোনি এলাকায় এ দুর্ঘটনা হয়। নাঈম এলাকার হাবিবুর রহমানের ছেলে ও প্রথম শ্রেণীর ছাত্র। জানা যায়, দুপুরে খেলতে গিয়ে মাস্টার কলোনির একটি পুকুরে পড়ে যায় নাঈম।পরে ফায়ার সার্ভিস নাঈমকে পুকুর থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
×