ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত এক

প্রকাশিত: ০৫:০৯, ১৭ আগস্ট ২০১৭

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে  ছুরিকাহত এক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খুলশী থানার ঝাউতলায় আধিপত্য বিস্তারের চেষ্টায় মুখোমুখি ছাত্রলীগের দুটি গ্রপের সংঘর্ষে একজন ছুরিকাহত হয়েছেন। তার নাম আলাউদ্দিন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, খুলশী কলোনিতে আধিপত্য বিস্তারের চেষ্টায় ছাত্রলীগের দুটি গ্রুপ দীর্ঘদিন থেকে মুখোমুখি। সম্প্রতি তাদের মধ্যে মারামারিও হয়েছে। এর জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে এ ঘটনা। আলাউদ্দিন নামের ছাত্রলীগ কর্মী নগরীর ওমর গনি এমইএস কলেজের ¯প্তরতাক শ্রেণীর শিক্ষার্থী। বুধবার তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন এবং জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীদের বিরোধের জের ধরে খুলশী কলোনিতে ঘটেছে এ ছুরিকাঘাতের ঘটনা। আহত আলাউদ্দিন জিএস বাচ্চুর অনুসারী, হামলাকারীরা ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী। ছুরিকাহত আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাবিতে স্বেচ্ছায় রক্তদান রাবি সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।জানা যায়, রক্তদান কর্মসূচী সকলের জন্য উন্মুক্ত ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। কর্মসূচীতে স্বেচ্ছায় প্রদান করা রক্তের ব্যাগগুলো দুস্থদের সহায়তার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘সন্ধানী’র কাছে হস্তান্তর করা হবে বলেও সূত্রে জানা যায়। প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৬ আগস্ট ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বুধবার সকালে উপজেলা হলরুমে ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে ৭টি হুইল চেয়ার ও ১১টি ক্রেস বিতরণ করা হয়। উপজেলা প্রাইমারী এডুকেশন প্ল্যান (ইউপেপের অর্থায়নে এ সব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিল্পী রানী প্রমী, সহকারী শিক্ষা অফিসার (এটিও) শ্যাম সুন্দর সাহা, সৈয়দ মোদারেেছর হোসেন প্রমুখ।
×