ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় হত্যা মামলায় ১০ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৫:০৭, ১৭ আগস্ট ২০১৭

নেত্রকোনায় হত্যা মামলায় ১০ জনের  কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ আগস্ট ॥ কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভুগিয়া গ্রামের নুরুল ইসলাম হত্যা মামলায় ১০ জনকে ১০ বছর করে কারাদ- এবং সবাইকে একসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাস করে কারাদ- দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হচ্ছেÑ কাসেম, মুখলেছ, শহীদ, মামুন, সাইকুল, লতিফ, সোহাগ, শিউলী, তানিয়া ও পান্না। মামলার অপর একটি ধারায় প্রত্যেক আসামিকে অতিরিক্ত আরও তিন মাস করে কারাদ- দেয়া হয়। জানা গেছে, ভুগিয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে একই গ্রামের কাসেম ও মুখলেছ গংয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি আসামিরা নূরুল ইসলামকে কুপিয়ে আহত করে। পরে তিনি মারা যান। কালকিনিতে স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৬ আগস্ট ॥ নেশার টাকা না পেয়ে মাদারীপুরের কালকিনিতে মাদকাসক্ত স্বামীর অমানুষিক নির্যাতনে মাহিনুর বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন। এ ঘটনায় ওই স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।ওই নির্যাতিত গৃহবধূকে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের আবদুর রব বেপারীর মেয়ে মাহিনুর বেগমের সঙ্গে এনায়েতনগরের মাঝেরকান্দি গ্রামের লালমিয়া শিকদারের ছেলে এনামুল শিকদারের প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে পর থেকেই এনামুল শিকদার নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় স্ত্রী মাহিনুর বেগমকে মানুষিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
×