ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অপারেশনের নামে অর্থ আত্মসাত

ক্লিনিক মালিক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৫৩, ১৭ আগস্ট ২০১৭

ক্লিনিক মালিক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অপারেশনের নামে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি বেসরকারী ক্লিনিক মালিকসহ তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ভুক্তভোগী এক গৃহবধূ বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়েছে। মামলায় আসামি করা হয়েছে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জমজম ইসলামী হাসপাতালে কর্মরত ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাপারোসকপি ও জেনারেল সার্জন ডাঃ একেএম গোলাম কিবরিয়া, ডাঃ জয়নাল আবেদিন, ডাঃ আব্দুল লতিফ ও ওই হাসপাতালের পরিচালক মাইনুল ইসলামকে। মামলার এজাহারের বরাত দিয়ে বাদীর আইনজীবী শামীম হোসেন হৃদয় জানান, গত ১৭ মে পেটের ব্যথায় রাজশাহীর জমজম হাসপাতালে ভর্তি হন পবা উপজেলার টেংরামারি এলাকার মিলনের স্ত্রী কাকলী আক্তার সাথী। এরপর তিনি জানতে পারেন, তার অগ্ন্যাশয়ে টিউমার জাতীয় পুরু একটি খ- রয়েছে। এরপর মামলার ২ নম্বর সাক্ষী জামিরুল আলী ও হোসেন আলীর মাধ্যমে ডাঃ জয়নাল আবেদিন, ডাঃ আব্দুল লতিফ ও ডাঃ একেএম গোলাম কিবরিয়া তাকে চিকিৎসার পরামর্শ দেন। এরপর কৌশলে অপারেশনের নামে প্রথমে ১ লাখ দাবি করলেও পরে ৭০ হাজার টাকায় অপারেশন করেন। ২৬ মে পূর্ণ টাকা আদায় হলে বাদীকে ছাড়পত্র দিয়ে বিদায় দেয়া হয়। ঘটনার ২ মাস পর ১৭ জুলাই বাদী পুনরায় অসুস্থ হয়ে পড়লে আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে মামলার সাক্ষী রামেক হাসপাতালের সহকারী অধ্যপাক এসএম আহসান শহিদ ও ডাঃ শরীফা বেগমের কাছে দেখান। পরে বাদী কাকলী আক্তার জানতে পারেন, তার পূর্বের মোটা টিউমারটি এখনো সেই অবস্থাতেই আছে। সর্বশেষ গত ৯ আগস্ট মামলার সাক্ষীসহ অভিযুক্ত ডাক্তারদের বিষয়টি জানালে তাদের কিছুই করার নেই বলে ধমক দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন। বাদীর অভিযোগ, অপারেশনের নামে অর্থ আত্মসাত করার উদ্দেশ্যে অভিযুক্ত চিকিৎসকরা হত্যার পরিকল্পনা করে। এতে বাদীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। অপারেশনের নামে বাদীকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র চালিয়ে গুরুতর কাটা জখম করে এবং অর্থনৈতিক ক্ষতি করে দ-বিধির ৩০৭/৩২৪/৩২৬/৪০৬/৪২০/৪২৭/১০৯/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×