ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা ষষ্ঠ শিরোপার লক্ষ্য বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ আগস্ট ২০১৭

টানা ষষ্ঠ শিরোপার লক্ষ্য বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগার শিরোপা যেন নিজেদের পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে বেয়ার্ন মিউনিখ। আগের চার বছরের মতো গতবারও ট্রফি জিতে সে স্বাক্ষর রেখেছে বাভারিয়ানরা। গত এপ্রিলের শেষ দিকে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক উলফসবার্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয় বেয়ার্ন মিউনিখ। এবার শুরু হতে যাচ্ছে ২০১৭-১৮ মৌসুম। এই মৌসুমেও বাজিমাত করতে চায় বেয়ার্ন। অর্থাৎ টানা ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য জার্মান জায়ান্টদের। শুক্রবার নিজেদের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানাতে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করবে বেয়ার্ন। দলীয় শক্তিমত্তার বিচারে ১৭ দলের মধ্যে ১৩ দলের কোচ এবারও লীগে বেয়ার্নের আধিপত্য স্বীকার করে নিচ্ছেন আগেভাগেই। লীগ শুরুর আগে বেয়ার্নের প্রতিদ্বন্দ্বী দল কোলনের কোচ পিটার স্টোগার বলেছেন, আমি বেয়ার্নকেই ফেবারিট হিসেবে বিবেচনা করব। কিন্তু তারপরও যে কোন কিছুই হতে পারে। উসাইন বোল্ট যদি ১০০ মিটারে হারতে পারে তবে জার্মানিতেও যে কেউ চ্যাম্পিয়ন হতে পারবে। গত একদশকে বেয়ার্ন সাতবার বুন্দেসলিগার ট্রফি জয় করেছে। এর মধ্যে ২০১২ সাল থেকে তারা টানা শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। গত মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে বেয়ার্ন শীর্ষস্থান দখল করে। বেয়ার্ন সভাপতি উলি হোয়েনেস এবারও ট্রফি জিততে চান। তিনি বলেন, এবারও আমাদের মূল লক্ষ্য বুন্দেসলিগা শিরোপা জয় করা। এক পরিসংখ্যানে দেখা গেছে একমাত্র বরুশিয়া ডর্টমুন্ডের নতুন কোচ পিটার বজ, হোফেনহেইমের জুলিয়ান নাগেলসমান ও স্টুটগার্টের হানেস ওল্ফ মনে করেন ২০১৭-১৮ লীগ শিরোপা তাদের ক্লাবও জিততে পারে। একমাত্র কোচ হিসেবে লেভারকুসেনের বস হেইকো হেরলিচ ডর্টমুন্ডের পক্ষে তার মত দিয়েছেন। লিপজিগের কোচ রালফ হাসেনহুটেল বলেছেন সবকিছু ঠিক থাকলে বেয়ার্নই পুনরায় চ্যাম্পিয়ন হবে। যদিও এবারের মৌসুম আগের তুলনায় বেশ কঠিন হবে বলেই তিনি মনে করেন। মিডফিল্ডার কোরেনটিন টোলিসনকে লিঁও থেকে ও রিয়াল মাদ্রিদ থেকে জেমস রড্রিগুয়েজকে দলে ভিড়িয়ে বেয়ার্ন তাদের শক্তি বৃদ্ধি করেছে। যদিও মে মাসে অবসর নেয়ায় তারা পাচ্ছে না সাবেক অধিনায়ক ফিলিপ লাম ও স্প্যানিশ মিডফিল্ডার জাবি এ্যালানসোকে। এরপরও বেয়ার্ন কোচ কার্লো আনচেলোত্তির লক্ষ্যও শিরোপা। তিনি বলেন, অবশ্যই আবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি। অন্য সকলে মনে করছে এক্ষেত্রে বরুশিয়া ডর্টমুন্ড আমাদের মূল চ্যালেঞ্জ। তবে লিপজিগকেও খাটো করে দেখছি না। আনচেলোত্তি মনে করেন চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবারের মতো খেলতে আসা লিপজিগের জন্য ইউরোপের শীর্ষ আসরে নিজেদের প্রমাণের একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর এর প্রভাব অবশ্যই লীগে পড়বে বলে তিনি বিশ্বাস করেন।
×