ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারকে নিয়েই বাংলাদেশে আসছে স্মিথের দল

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ আগস্ট ২০১৭

ওয়ার্নারকে নিয়েই বাংলাদেশে আসছে স্মিথের দল

স্পোর্টস রিপোর্টার ॥ ডারউইনে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের বলের আঘাত পাওয়ায় ডেভিড ওয়ার্নারকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে কোচ ড্যারেন লেহম্যান জানিয়েছেন, তারকা ওপেনারকে সঙ্গে নিয়েই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। সবঠিক থাকলে প্রায় একযুগ পর দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের দল। ‘ও ঠিক আছে। আজ (বুধবার) মাঠের চারিদিকে হেঁটেছে। সে দ্রুত সেরে উঠছে। আসলে এমন ব্যাপার হলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে আশা করছি ওয়ার্নারকে সঙ্গে নিয়েই আমরা বাংলাদেশের উদ্দেশে রওনা হতে পারব।’ বলেন প্রধান কোচ ড্যারেন লেহম্যান। কোচের মতো সতীর্থ প্যাট কামিন্সও অনেকটা নিশ্চিত করে বলেছেন ওয়ার্নারকে নিয়েই আসছে অসিরা। বৃষ্টিতে ফতুল্লা স্টেডিয়াম প্রস্তুত না থাকায় ২২ তারিখ থেকে পূর্ব নির্ধারিত দুইদিনের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট যথাক্রমে ২৭ আগস্ট ও ৪ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ সফর সামনে উত্তরাঞ্চলের শহর ডারউইনের প্রস্তুতি ম্যাচে ভয়াবহ বাউন্সারে ঘাড়ে আঘাত পান ওয়ার্নার। এতে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। ফলে শঙ্কা জাগে এ হার্ডহিটার ওপেনার বাংলাদেশ সফরে আসতে পারবেন কী না? সেই শঙ্কা উবে গেছে। সুস্থ আছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ডারউইনে ভাগাভাগি হয়ে প্রস্তুতিমূলক ম্যাচ খেলছেন অজি ক্রিকেটাররা। টাইগারদের আদলে সেখানকার কন্ডিশন (সেøা-স্পিনিং পিচ) তৈরি করা হয়। সেই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়দিনে পেসার জশ হ্যাজলউডের বাউন্সারে ঘাড়ে আঘাত পান ওয়ার্নার। তাৎক্ষণিক আঘাত এতোটাই জোরালো ছিল যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরে উঠে সোজা চলে যান ড্রেসিং রুমে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওয়ার্নারের কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তাতে খারাপ কিছু পাওয়া যায়নি। তার চোটও গুরুতর নয়। তাকে বাংলাদেশ সফরে পাওয়া যাবে। তবে প্রস্তুতি ম্যাচটি সে আর খেলতে পারেননি। সতীর্থ পেসার প্যাট কামিন্স বলেন, ‘ডেভি সুস্থ আছে। তার আঘাত সামান্য। ওর সঙ্গে আমার কথা হয়েছে। সে সুস্থ আছে।’ উল্লেখ্য, ২০১৪ সালের নবেম্বরে ঘরোয়া এক ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষ বোলারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে অকালে প্রাণ হারান ফিলিপ হিউজ। বল মাথায় লাগলেই এখন তাই বাড়তি আতঙ্ক কাজ করে। ওদিকে বাংলাদেশ সফরে এবার উপমহাদেশের মাটিতে ওয়ার্নার তার দুর্বলতা কাটিয়ে উঠবেন বলে আশাবাদী কোচ, ‘সে যদি ইনিংস এগিয়ে নিতে পারে বাংলাদেশে আমাদের সিরিজটা ভাল কাটবে। অস্ট্রেলিয়ার মতো ওখানে নিজের স্বাভাবিক ব্যাটিং করলেই চলবে। আমি ওর ব্যাট থেকে বড় রানের (ইনিংস) অপেক্ষায় রয়েছি। এটা তারজন্য যেমন ভাল, তেমনি দলের জন্যও।’ প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে সংবাদ মাধ্যমকে বলেন লেহম্যান। ওয়ার্নারকে নিয়ে আলাদা বাক্য ব্যয়ের কারণটা অনুমেয়। উপমহাদেশে টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ৩০.৩৮। অথচ বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যানের অস্ট্রেলিয়ায় খেলা ম্যাচে গড় ৬০.১১। এশিয়ায় ২৫ ইনিংসে ওয়ার্নারের সেঞ্চুরি মাত্র একটি।
×