ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেনহাজুল ইসলাম তারেক

সঙ্কট কেটে যাক

প্রকাশিত: ০৪:১২, ১৭ আগস্ট ২০১৭

সঙ্কট কেটে যাক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে এরই মধ্যে অনেকেই সৌদি আরবে পৌঁছেছেন। তবে ভিসা জটিলতার কারণে বিমানের হজ ফ্লাইটের সিডিউলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যাত্রী সঙ্কটের কারণে এরই মধ্যে ১০টি ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ এবং এ ভিসা জটিলতা না কাটলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বিষয়টি অনাকাক্সিক্ষত ও উদ্বেগের। অবশ্য মন্ত্রী বলেছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক মুসলমান হজ পালন করতে যান। সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় এ বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়ে আসছে। পরিতাপের বিষয়, প্রায় প্রতি বছরই এই কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় বিগত বছরের চিত্রগুলো সে কথাই বলে। এবার যে জটিলতার কথা বলা হচ্ছে, তা বেশ গোলমেলে। প্রতিবেদনে প্রকাশ, ২০১৫ ও ২০১৬ সালে হজ পালনকারীদের মধ্যে এবার যারা ফের হজ করবেন, তাদের পূর্বনির্ধারিত হজ প্যাকেজের বাইরে অতিরিক্ত ২ হাজার রিয়াল (প্রায় ৪৪ হাজার টাকা) পরিশোধ করার অঘোষিত নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এ ধরনের হজযাত্রীর সংখ্যা প্রায় ২০ হাজার বলে উল্লেখ করা হয়েছে সংবাদে। প্রথমত, সৌদি আরবের পক্ষ থেকে এমন ঘোষণা হঠাৎ করে কিভাবে এলো, তা বোধগম্য নয়। আর এমন ঘোষণা যদি এসেও থাকে, তবে তার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কেন ব্যবস্থা গ্রহণ করল না? যারা ফের হজ পালন করছেন, তাদের মধ্যে অনেকে আছেন সার্ভিস প্রোভাইডার বা মুয়াল্লিম, তাদের টাকা কে প্রদান করবে, সে বিষয়ে এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় কোন নির্দেশনা প্রদান করতে পারেনি এটা এক ধরনের অদক্ষতা বলতে হবে। সাধারণভাবে আমাদের দেশের হজযাত্রীরা বয়স্ক। ফলে তাদের জন্য বিড়ম্বনাটা আরও বেশি। হুট করে তৈরি হওয়া এ জটিলতার কারণে হজ ফ্লাইটের সিডিউল নষ্ট হলে তাদের ওপর যে ধকল যাবে, সেটি অমানবিক। আর এ সিডিউল বিড়ম্বনা যে হজযাত্রীদের জন্য ‘বোঝার ওপর শাকের আঁটি’ হিসেবে চেপে বসবে, সেটি সহজেই অনুমেয়। আমরা প্রত্যাশা করি, এ সঙ্কট কাটিয়ে উঠতে ধর্ম মন্ত্রণালয়সহ সরকারের শীর্ষ পর্যায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পার্বতীপুর, দিনাজপুর থেকে
×