ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সানলাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৮, ১৭ আগস্ট ২০১৭

সানলাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র জানায়, কোম্পানিটি প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ২০১৭-মার্চ, ২০১৭) ২ কোটি ৫৫ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২ কোটি ৯৪ লাখ টাকার। আলোচ্য সময়ে কোম্পানিটির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩২০ কোটি ৭৭ লাখ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩৪৭ কোটি ৬৯ লাখ টাক। এদিকে দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি,১৭-জুন,১৭) প্রিমিয়াম আয় বেড়েছে ৪ কোটি ১ লাখ টাকার। আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৬২ লাখ টাকার। আলোচ্য সময়ে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ২৪ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৩৫০ কোটি ৩৭ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×