ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে এবি ব্যাংকের বিনিয়োগ ৬ শতাংশ কমেছে

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ আগস্ট ২০১৭

শেয়ারবাজারে এবি ব্যাংকের বিনিয়োগ ৬ শতাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে এবি ব্যাংকের প্রায় ২৩ কোটি টাকার বা ৬ শতাংশ বিনিয়োগ কমেছে। এক্ষেত্রে ব্যাংকটির শেয়ারবাজার থেকে মূলধন আয় বেড়েছে ১২৫ শতাংশ। তবে সঞ্চিতিজনিত ব্যয় প্রায় দ্বিগুণ হওয়ার কারণে ব্যাংকটির প্রায় ৪০ কোটি টাকার মুনাফা কমেছে। ব্যাংকটির ২০১৭ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে এবি ব্যাংকের ৪০৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনা ছিল। যা চলতি বছরের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ৩৮১ কোটি ৮৩ লাখ টাকায়। এ হিসাবে ৬ মাসের ব্যবধানে শেয়ারবাজারে এবি ব্যাংকের বিনিয়োগ কমেছে ২২ কোটি ৬৩ লাখ টাকার বা ৬ শতাংশ। এদিকে চলতি বছরের ৩০ জুনে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদন করা বিভিন্ন কোম্পানিতে এবি ব্যাংকের বিনিয়োগ রয়েছে ২৩ কোটি ১৩ লাখ টাকার। যা ২০১৬ সালের ৩১ ডিসেম্বরও একই পরিমাণ ছিল। ব্যাংকটি বিনিয়োগ কমে আসলেও চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) মূলধন আয় বেড়েছে। এ সময় শেয়ারবাজারে বিনিয়োগ থেকে ১১ কোটি ৬৩ লাখ টাকার মূলধন আয় হয়েছে। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৫ কোটি ১৭ লাখ টাকা। যাতে আগের বছরের তুলনায় ব্যাংকটির মূলধন আয় বেড়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা বা ১২৫ শতাংশ। ব্যাংকটির চলতি বছরের প্রথমার্ধে ৫৯ কোটি ৭২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৯৯ কোটি ২২ লাখ টাকার। এ হিসাবে মুনাফা কমেছে ৩৯ কোটি ৫০ লাখ টাকার বা ৪০ শতাংশ।
×