ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা

প্রকাশিত: ০৩:৫৫, ১৭ আগস্ট ২০১৭

আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শুরু হয়েছে বাংলাদেশ মেলা। স্থানীয় সময় বুধবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ উৎসব। মেলাটি সেজে উঠে ঠিক বাংলাদেশের গ্রামীণমেলার মতোই। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের বাংলাদেশীরাও এই দিনে মেলায় আসেন। বাংলাদেশের গ্রামের মেয়েদের মতো করেই শাড়ি পরেন প্রবাসী নারীরা। পুরুষের গায়ে পাঞ্জাবি। হাজার মাইল দূরের একটি শহরের এক কোণ হয়ে ওঠে ‘বাংলাদেশ’। আয়োজকরা জানিয়েছেন, মেলা উপলক্ষে এ বছর কমপক্ষে ৫০০০ দর্শনার্থীর সমাগম আশা করছেন তারা। সাউথ জার্সির বাংলাদেশ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ ইসলাম প্রেস অব আটলান্টিক সিটিকে জানান, এখানে সমবেত বাংলাদেশীরা দিনভর নাচ-গান আর হৈ হুল্লোড়ে মেতে থাকবেন। তাদের জন্য খাবার আর বিনোদনের পরসা সাজিয়ে বসবেন ব্যবসায়ীরা। তিনি জানান, বাংলাদেশের গ্রামীণমেলার আদলেই তারা প্রতি বছর এই ‘বাংলাদেশ মেলা’র আয়োজন করে থাকেন। -অর্থনৈতিক রিপোর্টার
×