ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান বিজিএমইএর

প্রকাশিত: ০৩:৫৪, ১৭ আগস্ট ২০১৭

বন্যাদুর্গতদের পাশে থাকার আহ্বান বিজিএমইএর

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা বর্ষণ ও উজানের পানির প্রবল চাপে উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সদস্য প্রতিষ্ঠানদের উদাত্ত আহবান জানিয়েছেন। বুধবার বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঈদে সিম্ফোনির বিদেশ ভ্রমণের অফার বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি ১৭ আগস্ট থেকে শুরু করতে যাচ্ছে ‘সিম্ফনি ঈদ অফার’ নামে নতুন একটি কাস্টমার অফার। এই অফারের আওতায় কাস্টমার সিম্ফনির যে কোন হ্যান্ডসেট ক্রয় করলে পেতে পারেন বিদেশ ভ্রমণ প্যাকেজ, ফ্রি হ্যান্ডসেট অথবা ১০০০ টাকা পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জ। এছাড়াও ডেসিন গ্রুপ এর প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হ্যালিও সিরিজও এই অফারের আওতায় থাকবে। -বিজ্ঞপ্তি
×