ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর দেখানো উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫২, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর দেখানো উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধীরে হলেও বঙ্গবন্ধুর দেখানো উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ। তিনিই স্বাধীনতার পর দেশকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পুনর্গঠনসহ কৃষি খাতের উন্নয়নে নানা কর্মসূচী গ্রহণ করেন। গঠন করেন পরিকল্পনা কমিশন, আর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রণীত হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের এই ধারাবাহিকতা থাকলে আরও আগেই উন্নয়নের মহাসিঁড়িতে থাকতে পারত বাংলাদেশ। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন- ভাবনাটা শৈশবের। তাই তো, স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক মুক্তির নেতৃত্বে নিজেকে মেলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেই বঙ্গবন্ধু শুরু করলেন, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা তার টেকসই উন্নয়নের প্রথম কৌশল। অভিজ্ঞতা থেকেই বঙ্গবন্ধুর উপলব্ধি, সমৃদ্ধ কৃষি- স্বনির্ভর অর্থনীতির পূর্ব শর্ত। দেশের প্রথম উন্নয়ন কর্মসূচী- এডিপির বড় অংশই ছিল এই খাতের উন্নয়নে। পঁচাত্তরের কালো আগস্ট ভেঙ্গে ফেলে বঙ্গবন্ধুর সাজানো সাম্পান। মুখ থুবড়ে পড়ে উন্নয়নযজ্ঞ। বর্তমানে মধ্য আয়ের দেশে রূপান্তরের যাত্রা চলছে নেতৃত্বে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুই প্রগতির এই ভিত্তি করে গেছেন।
×