ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রফতানিমূল্য অপ্রত্যাবাসিত থাকলেও ভর্তুকির আবেদন বিবেচনার সুযোগ

প্রকাশিত: ০৩:৫২, ১৭ আগস্ট ২০১৭

রফতানিমূল্য অপ্রত্যাবাসিত থাকলেও ভর্তুকির আবেদন বিবেচনার সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিগত দুই বছরে প্রত্যাবাসনযোগ্য কোন রফতানিমূল্য যৌক্তিক কারণে সম্পূর্ণ বা আংশিক অপ্রত্যাবাসন থাকলেও ওই প্রতিষ্ঠানের ভর্তুকির জন্য আবেদন বিবেচনা করা হবে। সরকারী সিদ্ধান্তের পর বুধবার বাংলদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, কোন রফতানিকারক প্রতিষ্ঠানের রফতানি ভর্তুকি বা নগদ সহায়তার আবেদনপত্র দাখিলের তারিখ হতে ওই প্রতিষ্ঠানের বিগত দুই বছরের প্রত্যাবাসনযোগ্য কোন রফতানিমূল্য যৌক্তিক কারণে সম্পূর্ণ বা আংশিক অপ্রত্যাবাসন অবস্থায় থাকলে দাখিলকৃত আবেদন গ্রহণযোগ্য হবে। তবে দাখিলকৃত আবেদনপত্র প্রক্রিয়াকরণের পূর্বে সংশ্লিষ্ট অপ্রত্যাবাসিত রফতানিমূল্য প্রত্যাবাসন হওয়া বা নিয়মিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা ডিসকাউন্ট কমিটির অনুমোদন থাকতে হবে।
×