ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি খান টিপু সুলতান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৩:৪২, ১৭ আগস্ট ২০১৭

সাবেক এমপি খান টিপু সুলতান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট খান টিপু সুলতান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রচ- জ্বরের কারণে স্বজনরা তাকে সেন্ট্রাল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে অবস্থা গুরুতর হয়ে ওঠে বলে তার বোনের ছেলে জাকির জানিয়েছেন। জাকির জানান, মঙ্গলবার সকালে প্রচ- জ্বরের কারণে মামাকে (টিপু সুলতান) তারা ঢাকার ছয় নম্বর গ্রীন কর্নারের বাসা থেকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেন। তখন থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন। বুধবার সকালে তার অবস্থা আরও খারাপের দিকে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিউরোলজিস্ট ডাঃ আসিফের নিবিড় তত্ত্বাবধানে আছেন। টিপু সুলতানের সবশেষ শারীরিক অবস্থা সম্বন্ধে জানতে চাইলে জাকির বলেন, ‘ডাক্তাররা ইনভেস্টিগেশন করছেন। এখনই কিছু বলা যাচ্ছে না।’ খান টিপু সুলতানের সুস্থতার জন্য মণিরামপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা। খান টিপু সুলতান পঞ্চম, সপ্তম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুর আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে তিনি একই দলের স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্যের কাছে পরাজিত হন।
×