ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান এরশাদের

প্রকাশিত: ০৩:৪২, ১৭ আগস্ট ২০১৭

ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান এরশাদের

স্টাফ রিপোর্টার ॥ উত্তরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের সাহায্যে দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে তিনি সরকারকে দুর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায় অর্ধ কোটি মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। দলকে সুসংগঠিত করে নির্বাচনের প্রস্তুতি নিন ॥হাওলাদার স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর বিদেশ সফর শেষে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
×