ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওবামার টুইটে সর্বোচ্চ লাইক

প্রকাশিত: ০৩:১৫, ১৭ আগস্ট ২০১৭

ওবামার টুইটে সর্বোচ্চ লাইক

টুইটার হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের একটি মাধ্যম তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এক টুইটে টুইটারের ইতিহাসে সর্বোচ্চ লাইক পড়েছে। যাতে দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতিও এর সঙ্গে যুক্ত ছিল। উদ্ধৃতিটি হলো, কেউই গায়ের রং, ইতিহাস অথবা ধর্মের কারণে একে-অপরকে ঘৃণা করার জন্য জন্ম নেয় না। ছবিতে বিভিন্ন বর্ণের শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল ওবামার ছবি। পোস্ট করার পর ত্রিশ লাখ লাইক পড়েছে। -বিবিসি চার হাজার বছরের পুরনো... স্লোভাকিয়ায় প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো বড় ছোরা আবিষ্কার করা হয়েছে। ভাহ নদীতীরে এক গ্রিল পার্টিতে ডেভিড এটি খুঁজে পান। ছোরাটি ২৪ দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা ও এর ওজন ৩২০ গ্রাম। এর ওপরের দিকটি কারুকাজ করা এবং হাতলের সঙ্গে যুক্ত করতে নিচের দিকে তিনটি ফুটো করা, যা মধ্য ইউরোপীয় ব্রোঞ্জ যুগের বলে ধারণা করা হচ্ছে।-এএফপি
×