ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের সম্পত্তি বাজেয়াফত করতে আইন তৈরি চেষ্টা চলছে॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৩, ১৬ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর খুনীদের সম্পত্তি বাজেয়াফত করতে আইন তৈরি চেষ্টা চলছে॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বঙ্গবন্ধু হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াফত করতে সরকারের পক্ষ থেকে নতুন করে আইন প্রণয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। তিনি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিষয়ে আদালত কিন্তু আগেই আদেশ দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় বিএনপি সরকার তাদের সাজা হয়ে যাওয়ার পরেও তাদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের সম্পত্তিও বাজেয়াফত করে নাই। আমরা পদক্ষেপ নিয়েছি তাদের সম্পত্তি বাজেয়াফত করার। কিছু কিছু জায়গায় আমরা তাদের সম্পত্তি বাজেয়াফতও করেছি। আর যাদের রায় কার্যকর করা হয়েছে তাদের সম্পত্তি খুঁজে বের করা হচ্ছে। জনগণের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু হত্যাকারীদের সম্পত্তি আইনীভাবে বাজেয়াফত করার চেষ্টা করা হচ্ছে। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান শাহাব উদ্দিন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন।
×