ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪১, ১৬ আগস্ট ২০১৭

নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ আগস্ট ॥ নিখোঁজের একদিন পর মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে আল আমিন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহতের পিতার নাম ইমরান মৃধা। গ্রামের বাড়ি মাদারিপুর জেলার কালকিনি থানার কানুনগাঁও এলাকায়। তিনি সপরিবারে রাজধানীর লালবাগ থানাধীন ২১৫/১ এর জেএস সাহা রোডের আমলিগোলা এলাকায় বসবাস করেন। নিহতের পিতা ইমরান মৃধা জানান, আল আমিন মৃধা রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সোমবার স্কুল বন্ধ থাকার কারণে বেলা সাড়ে ১১টার সময় রিফাত নামের তার এক সহপাঠীর বাড়িতে লুডু খেলার কথা বলে বেরিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় বিকেল ৫টায় আলামিনের মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি রিফাতের সঙ্গে যোগাযোগ করলে রিফাত জানায়, আল আমিন ১২টার সময় ওদের বাড়ি থেকে চলে গেছে। এরপর সন্ধ্যায় তিনি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য গেলে পুলিশ জানায়, সকালে বের হয়েছে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়ে দেখেন। এরপরও সন্ধান না পেলে সকালে এসে সাধারণ ডায়েরি করবেন। পরে তিনি সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। স্বজনদের বাড়িতে খুঁজে না পেয়ে সকালে ফের থানায় জিডি করার জন্য যান। সেখান থেকে একজন এসআইকে নিয়ে রিফাতের বাড়িতে যাই। আমরা রিফাতের বাড়িতে পৌঁছলে এক আত্মীয় আমাকে ফোন করে জানায় বুড়িগঙ্গা নদীতে একটি ছেলের লাশ পাওয়া গেছে। এরপর তার বর্ণনা শুনে আমার ছেলে বলে সন্দেহ হয় এবং আমরা ঘটনাস্থলে গিয়ে আল আমিনের লাশ শনাক্ত করি।
×