ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্কটিকে হচ্ছে রেকর্ডমাত্রায় বৃহৎ ডেটা কেন্দ্র

প্রকাশিত: ০৬:০৪, ১৬ আগস্ট ২০১৭

 আর্কটিকে হচ্ছে রেকর্ডমাত্রায় বৃহৎ ডেটা কেন্দ্র

আর্কটিক বা সুমেরু অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় ডেটা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নরওয়ের শহর ব্যালানজেনে কলোস নামে একটি আইটি ফার্ম ডেটা কেন্দ্রের স্থাপনা নির্মাণের কাজও শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঠা-া আবহাওয়া ও অঢেল জলবিদ্যুত থাকায় তারা ডেটা কেন্দ্রের জন্য আর্কটিককে বেছে নিয়েছে। এখানে জ্বালানি খরচও কম পড়বে। যদিও এ অঞ্চলে শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসুস্থতাজনিত ছুটির পরিমাণ সর্বাধিক। এখানকার অধিকাংশ মানুষ খনিতে কাজ করেন ও পাথর উত্তোলনে জড়িত বলেই এমনটা হচ্ছে বলে অনেকের ধারণা। যুক্তরাষ্ট্র ও নরওয়ের একটি যৌথ কোম্পানি বলেছে, একটি ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে এ প্রকল্পের জন্য তারা কয়েক শ’ কোটি ডলারের ব্যবস্থা করেছে। যাতে তহবিল সঙ্কটে পড়তে না হয়, সেজন্য তারা যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ ব্যাংঙ্কের সঙ্গেও কাজ করছে। প্রতিষ্ঠানটি নিজেদের কম্পিউটার সার্ভার পরিচালনা করার ভিত্তি স্থাপনের কাজও শুরু করে দিয়েছে। বিদ্যুতের সহজলভ্যতার ওপর ভিত্তি করেই তারা স্থাপনা নির্মাণ করবে। সার্ভার স্থাপনা চালাতে কলোজের ৭০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। কলোস জানিয়েছে, তাদের জেনারেটরে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদনের সক্ষমতা অর্জন করে তারা সেখানে যথেষ্ট কম্পিউটার সার্ভারের মডিউল যোগ করবে। তবে ভার্জিনিয়ার আসবার্নে আমাজনের ডেটা বিভাগ ইতোমধ্যে এক হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের অনুমোদন পেয়েছে। -বিবিসি অনলাইন।
×