ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোরকে পোশাক উপহার, চাকরিও

প্রকাশিত: ০৬:০৪, ১৬ আগস্ট ২০১৭

চোরকে পোশাক উপহার, চাকরিও

পুলিশের কাজ কেবল অপরাধীকে গ্রেফতার করাই নয়, তারা যাতে ভাল মানুষ হয়ে যেতে পারেন তেমন সুযোগও করে দেয়া। কিছু মানুষ কোন উপায় খুঁজে না পেয়ে অন্যায়ের পথে পা বাড়ান। অথচ তারা একটু সুযোগ পেলেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। কানাডার এক পুলিশ কর্মকর্তা এক তরুণকে চুরির পথ থেকে ফিরিয়ে নতুন করে দৃষ্টান্ত রেখেছেন। দেশটির শহর টরেন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েন এক তরুণ। দোকানের কর্মচারী পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন তিনি ওই তরুণ আসামির প্রতি মায়ায় পড়ে যান। এরপর তিনি ওই তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন। পরবর্তীতে কনস্টেবল জানান, তার কেনা পোশাক পরে ওই তরুণ চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন। তিনি বলেন, সে আমাকে জানিয়েছে আমার দেয়া শার্ট ও টাই পরে সে ইন্টারভিউ দিয়েছে। তার চাকরিও হয়েছে। সোমবার তিনি চাকরিতে যোগ দিয়েছেন। এতে ওই কনস্টেবল নিজের আনন্দের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি আনন্দিত ও উৎফুল্ল। ওই তরুণ সত্যিই কঠিন সময় পার করছিলেন। বাড়িতে তার বাবা অসুস্থ। পরিবারের ছিল না রোজগার। কেবল চাকরি করে তিনি নিজের অবস্থান পরিবর্তন করতে চেয়েছিলেন।
×