ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খিচুড়ির ডেগে পড়ে শিশুর মৃত্যু ভাই ঝলসে গেছে

প্রকাশিত: ০৬:০৪, ১৬ আগস্ট ২০১৭

খিচুড়ির ডেগে পড়ে শিশুর মৃত্যু ভাই ঝলসে গেছে

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৫ আগস্ট ॥ শোক দিবসে খিচুড়ির ডেগে পড়ে ভূঞাপুরের পার্শ্ববর্তী যুগীহাটি গ্রামের হাসমত আলীর ছেলে মাইনুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার বড় ভাই নাজমুল ইসলাম (৮) । আহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে যুগীহাটি ওয়ার্ড মেম্বার লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে রাস্তার ওপর গণভোজের আয়োজন করা হয়। দিনমজুর হাসমত আলীর দুই ছেলে মাইনুল ও নাজমুল সেখানে যায় খিচুড়ি খেতে। খিচুড়ি রান্নাবস্থায় চুলার পার্শ্বে অন্য শিশুদের সঙ্গে মাইনুলকে কাঁধে নিয়ে নাজমুল খেলতে ছিল। এক পর্যায়ে কোন এক শিশুর ধাক্কা লেগে নাজমুলের কাঁধ থেকে মাইনুল রন্ধনরত খিচুড়ির ডেগে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে নাজমুলও খিচুড়ির ডেগে পড়ে গিয়ে মারাত্মকভাবে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী শিশু দু’জনকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় মাইনুল ইসলাম মারা যায়। ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার জাহিদুজ্জামান জানান, শিশু দু’জনের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
×