ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে সেই শিবির কর্মীকে রক্ষা করতে ছাত্রলীগের প্রত্যয়নপত্র..!

প্রকাশিত: ০৬:০৩, ১৬ আগস্ট ২০১৭

বাউফলে সেই শিবির কর্মীকে রক্ষা করতে ছাত্রলীগের প্রত্যয়নপত্র..!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৫ আগস্ট ॥ এক শিবির কর্মীকে রক্ষা ছাত্রলীগের প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। বাউফল উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাদ জামশেদ এ প্রত্যায়নপত্র দিয়েছেন। ওই শিবির কর্মীর নাম জাকির হুসাইন। তার বাবার নাম সোনামদ্দিন চৌকিদার। তার বাড়ি বগা ইউনিয়নের রাজনগর গ্রামে। প্রত্যায়নপত্রটি ফেসবুকে পোস্ট করার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দৈনিক জনকণ্ঠে গত শনিবার ও সোমবর শেষ পাতায় যথাক্রমে ‘পুলিশ প্রোটেকশন নিয়ে চলছেন এক শিবির কর্মী’ ও ‘সেই শিবির কর্মীর সঙ্গে ছাত্রলীগের দুই নেতার ফেসবুকে ছবি নিয়ে তোলপাড়’ শিরোনামে দুইটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর শিবির কর্মীকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন ছাত্রলীগের ওই দুই নেতা। তারা ওই শিবির কর্মীকে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য দাবি করে একটি প্রত্যায়নপত্র প্রদান করেন। প্রত্যায়নপত্রে ১ অক্টোবর ২০১৬ সালের তারিখ উল্লেখ থাকলেও মূলত জনকণ্ঠে রিপোর্ট প্রকাশের পর পেছনের তারিখ দিয়ে প্রত্যায়নপত্রটি দেয়া হয়েছে। অথচ হাসান-জামশেদের ৬১ বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটির কোথাও জাকির হুসাইনের নাম নেই।
×