ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শোকের দিনেও কারখানা খোলা রাখার অভিযোগ

প্রকাশিত: ০৬:০২, ১৬ আগস্ট ২০১৭

চট্টগ্রামে শোকের দিনেও কারখানা খোলা রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পাকিদের পক্ষের শক্তি এখনও কাজ করছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় শোকের দিনেও খোলা ছিল চট্টগ্রামের গার্মেন্টস শিল্প ও ইস্পাহানী শিল্পগোষ্ঠীর কারখানাগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। চক্রান্তের কারণে স্বাধীনতা নেই এসব কারখানায়। সিবিএ নেতাদের ম্যানেজ করা হয় বিভিন্ন প্রণোদনা দিয়ে। কারখানার গেটের বাইরে ব্যানার ফেস্টুন লাগিয়ে জানানো হয়েছে ঠিকই ‘বিনম্র শ্রদ্ধা’ জাতির জনকের প্রতি। অভিযোগ রয়েছে, শুধু জাতির পিতার শাহদাত বার্ষিকী কেন জাতীয় সরকারী ছুটি থাকা কোন দিবসেই এসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় না। এমনকি পালনও করা হয় না। ভাষা শহীদ দিবস বা ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস তথা ২৬ মার্চ, বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর, ১০ মহরম, শব-ই-বরাত, ঈদে মিলাদুন্নবী, খ্রীষ্টানদের বড়দিন, দুর্গাপূজা ও বৌদ্ধ পূর্ণিমায়ও বন্ধ থাকে না এসব উৎপাদনশীল প্রতিষ্ঠান। তবে শুধু ঈদের ছুটিতে বন্ধ থাকে। জানা গেছে, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহদাত দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। কিন্তু একশ্রেণীর শিল্প কারখানা মালিক এ দিবসটিতে কারখানা খোলা রাখার মতো ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে থাকা প্রায় পাঁচ শতাধিক পোশাক শিল্প কারখানা এই শোকের দিনেও আনন্দের সঙ্গে উৎপাদন অব্যাহত রেখেছে। এদিকে ইস্পাহানী শিল্পগোষ্ঠী পরিচালিত পাহাড়তলী টেক্সটাইল ও হোসিয়ারী মিল, একই আঙ্গিনায় থাকা চা, চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর কারখানাও খোলা ছিল এই শোকের দিনে।
×