ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলে রায়ের অবজারবেশন সঠিক হয়নি ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ০৬:০১, ১৬ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলে রায়ের অবজারবেশন সঠিক হয়নি ॥ ড. রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ আগস্ট ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায় বিচারকদের অবজারবেশন নিয়ে ভিন্নমত প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেছেন, অবজারবেশন সঠিক হয়নি। এটি প্রত্যাহার করা উচিত। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেছেন। তিনি আরও বলেন, একক কারও নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। বিচারকের এমন মন্তব্যের সমালোচনা করে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, দেশের স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বেই। এটা সারা পৃথিবী জানে। ড. রাজ্জাক মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর পান্থপথে জঙ্গী আস্তানা আবিষ্কারের কথা উল্লেখ করে বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা ও জাতির জনককে বিএনপি ও প্রতিক্রিয়াশীলরা এখনও মানতে পারছে না। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দেশ মর্যাদাশীল ও প্রাচুর্যের উন্নত দেশের দিকে এগিয়ে যাওয়াও মানতে পারছে না। তাই তারা ষড়যন্ত্র আর জঙ্গী অপতৎপরতায় সর্বদা লিপ্ত। এসবের বিরুদ্ধে সবাইকে সজাগ ও তৎপর থাকার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নাজমা সরকার, অধ্যক্ষ বজলুর রশীদ খান, অধ্যক্ষ মোন্তাজ আলী, আওয়ামী লীগ নেতা বাপ্পু সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান খান, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব প্রমুখ। অপরদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ধনবাড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বেলাল, পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন প্রমুখ।
×