ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

মাওলানা সুবহানের আপীল শুনানি আজকের কার্যতালিকায়

প্রকাশিত: ০৬:০০, ১৬ আগস্ট ২০১৭

মাওলানা সুবহানের আপীল শুনানি আজকের কার্যতালিকায়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের আপীল শুনানি আজ বুধবারের কার্যতালিকায় এসেছে। আজ সকালে শুনানির দিন ধার্য করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি মাওলানা আবদুস সুবহানকে মৃত্যুদ-াদেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ১৮ মার্চ আপীল করেন তিনি। ৮৯ পৃষ্ঠার মূল আপীলসহ এক হাজার একশ ৮২ পৃষ্ঠার আপীল আবেদনে ৯২টি যুক্তি দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সরকারপক্ষের উত্থাপিত নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়। এর মধ্যে তিনটিতে মৃত্যুদ-, দুটিতে আমৃত্যু কারাদ- ও একটিতে পাঁচ বছরের কারাদ- দেয়া হয়। অপর তিনটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সংশ্লিষ্ট অভিযোগ থেকে খালাস দেয়া হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেফতার করার পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়। সুপ্রীমকোর্ট সূত্রে জানা গেছে , তার আপীলের ওপর কবে শুনানি হবে সে বিষয়ে দিন ধার্যের জন্যই মাওলানা সুবহানের মামলা কার্যতালিকায় এসেছে।
×