ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজকুমারীর বিয়ে

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ আগস্ট ২০১৭

রাজকুমারীর বিয়ে

মালয়েশিয়ার অন্যতম ক্ষমতাশালী এক সুলতানের কন্যার বিয়ে হয়েছে তার ডেনমার্কের বাগদত্তার সঙ্গে। সোমবার জোহর বাহরু রাজ্যের সুলতান ইব্রাহিম ইসমাইলের একমাত্র কন্যা টুংকু টান আমিনাহ মাইমুনাহ ইসকারদারিয়াহর সঙ্গে বিয়ে হয় ডেনিস ভারবাসের। দেশটির এক ক্যাফেতে তিন বছর আগে ৩১ বছর বয়সী রাজকুমারী ও ২৮ বছরের ডেনিস ভারবাসের প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই রাজকুমারীর মন জিতে নেন ডেনিস। যা বর্তমানে বিয়েতে রূপ নিয়েছে। ডেনিস তখন সিঙ্গাপুরের এক ফুটবল দলের বিপণন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুলতান ইব্রাহিম ইসমাইল মালয়েশিয়ার সুলতানদের মধ্যে অন্যতম ধনী। তার নিজস্ব সেনাবাহিনীও আছে। রাজকীয় রীতি ও দেশীয় ঐতিহ্য অনুসারে বর-কনেকে আশীর্বাদ করা হয়েছে।‘সেরিন হিল প্যালেসে’ অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ উৎসবে রাজপরিবারের আপনজন, বন্ধুবান্ধব ও অতিথিরা উপস্থিত ছিলেন। আমস্টারডাম থেকে উড়ে এসে ডেনিসের বিয়েতে যোগ দেন তার মা। রাজপরিবারের রীতি অনুসারে বর-কনেকে সাদা পোশাক পরানো হয়েছিল। ডেনিস মুহাম্মদ কনের আঙ্গুলে আংটি পরিয়ে দেন ও তাকে পাঁচ ডলার মোহরানার প্রস্তাব দেন। এর পরপরই রাজকন্যার বিয়ে উৎসবে রূপ নেয়। দেশটিতে শতাব্দী-পুরনো বিবাহ ঐতিহ্য ও রীতি অনুসারে এভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। রাজকুমারী বলেন, বিয়ের পর নিজের বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে জীবন যাপন করব। এই প্রথম বাবা-মা ছেড়ে আমাকে থাকতে হবে। ডেনিসের বন্ধু রিচার্ড চং বলেন, আমি বর-কনেকে আগেই বলে রেখেছি, বিবাহ হচ্ছে পরস্পরের প্রতি যতœ নেয়া। একে অপরকে সম্মান করতে হবে ও ভালবাসতে হবে। এএফপি
×