ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গভবনে মিলাদ মাহফিল

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ আগস্ট ২০১৭

বঙ্গভবনে মিলাদ মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খবর বাসস’র। মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন। এর আগে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রযোজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দরবার হলে প্রদর্শন করা হয়।
×