ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানের শেষ হজফ্লাইট সিডিউল ২ দিন বাড়ানোর উদ্যোগ

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ আগস্ট ২০১৭

বিমানের শেষ হজফ্লাইট সিডিউল ২ দিন বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক সøট বাতিল হওয়ার ধকল সামাল দিতে নতুন করে সøট বাড়ানোর পাশাপাশি শেষ ফ্লাইটের তারিখও পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে বিমান। আগামী ২৬ আগস্ট সৌদিতে বিমানের শেষ হজ ফ্লাইটের সিডিউল থাকলেও এটা আরও দুদিন বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচেছ বিমান। বিভিন্ন রুটের সিডিউল ফ্লাইট বাতিলের পরও শেষের দিকে অন্তত হাজার তিনেক হজযাত্রী পরিবহন নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা থেকেই নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে। বিমানের পরিচালক আলী আহসান বাবু জানিয়েছেন, হজযাত্রীর অভাবে বিমানের ২২টি ফ্লাইট বাতিল করার পর নতুন করে আরও ১৪টি সøট নেয়া হয়েছে। এগুলোরও সঠিক প্রয়োগ করা বিমানের জন্য কঠিন। এমন পরিস্থিতিতে বিমানকে আরও নতুন সøট নেয়ার পাশাপাশি নতুন শেষ ফ্লাইটের সময়সীমা বাড়াতে হচ্ছে। এজন্য বিমান পদক্ষেপ নিয়েছে। বিমান যদি আরও দুদিন বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত ফ্লাইট নিয়ে জেদ্দা যেতে পারে তাহলে আর সঙ্কট থাকবে না। তিনি জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিমান ৩২ হাজার হজযাত্রী বহন করেছে। রাতে আরও দুটো ফ্লাইটে হাজার খানেক পরিবহনের প্রস্তুতি চলছে। আজ বুধবারের মধ্যে বিমান পরিবহন করবে আরও ৭টি ফ্লাইটে আড়াই হাজার। এ হিসেবে বাকি থাকবে আর ২৮ হাজার যা আগামী ২৬ আগস্ট পর্যন্ত পরিবহন করাটা খুব অসম্ভব কিছু হবে না। যদি আর কোন সøট বাতিল না হয় এ হিসেবে সব হজ যাত্রীই বিমান বহন করবে। এদিকে হজ ও ঈদ-উল আযহা সামনে রেখে বিমান মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি গন্তব্যের পাশাপাশি লন্ডনের ফ্লাইটও বাতিল করার মতো ঝুঁকিতে পড়েছে। ইতোমধ্যে কাতার, কুয়েত ও ব্যাঙ্কক রুটের কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান জানিয়েছে, আগামী দুই সপ্তাহ অন্তত এ ধরনের জটিলতা মোকাবিলা করতে হবে। বাতিল হওয়া রুটের যাত্রীদের অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পাঠানোর উদ্যোগও নিয়েছে বিমান। এ সম্পর্কে পরিচালক (মার্কেটিং) আলী আহসান বাবু বলেন, এখনো বিমান নিজস্ব কৌশল ও পরিকল্পনাতেই এগিয়ে যাচেছ। ঈদ সামনে রেখে যে কয়েকটি রুটের ফ্লাইট বাতিল করা হবে সেগুলোর যাত্রী অন্য কোন এয়ারলাইন্সে বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে। তারপরও কিছুতেই হজযাত্রীদের স্বার্থ ক্ষুণœ করতে দেয়া হবে না। বর্তমান সঙ্কট কাটাতে হজ ফ্লাইটের সময়সীমা দুদিন বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত করতে ‘জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন, সৌদি আরব’-এর প্রতি অনুরোধপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হজযাত্রীর অভাবে এরই মধ্যে বিমানের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে, যা বিমানকে আর্থিক ক্ষতি ও ইমেজ সঙ্কটের মুখোমুখি করেছে। কিন্তু এর দায় বিমানের ছিল না। তবুও ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার হিসেবে হজযাত্রীদের পরিবহন নিশ্চিত করতে বিমান প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য নতুন হজের শেষ ফ্লাইটের সময়সীমা বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়া থেকে লিজকৃত অপর উড়োজাহাজটি ২০ আগস্ট থেকে অপারেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×