ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের জিয়া পুরস্কৃত করেছিলেন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৭, ১৬ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর খুনীদের জিয়া পুরস্কৃত করেছিলেন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর খুনীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যিনি ঘাতকদের সামনে মাথানত করেননি। তার জন্য পাকিস্তানের কারাগারে কবর খোঁড়া হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকেও স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কারণ তিনি এ দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। তিনি বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছে। রায় কার্যকর করেছে। এখন পলাতক খুনীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট ও বাঘায় পৃথকভাবে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুই উপজেলায় পৃথকভাবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র গড়তে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পৃথিবীর এমন কোন দেশ নেই আমাদের সঙ্গে বৈরী আচরণ করে। কেন না আমরা পররাষ্ট্রনীতি মেনে চলি। শাহরিয়ার আলম বলেন, পঁচাত্তরের আজকের দিনে (১৫ আগস্ট) বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যার পর ২১ বছর খুনীদের বিচার হতে দেয়নি। বিচার তো দূরের কথা বিএনপি সরকার বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিল। আমরা সে দিনগুলোর কথা ভুলিনি। খুব তাড়াতাড়ি পলাতক খুনীদের বাংলার মাটিতে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জনতার উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের কসম- আমরা এ দেশকে মধ্যম আয় তথা উন্নয়নশীল এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। তবেই জাতির পিতার আত্মা শান্তি পাবে। এজন্য আপনাদের সহযোগিতা চাই। একটি কথা মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধুর পরিচয়ে পরিচিত। এর আগে বাঘা উপজেলা সদরে বিশাল শোক র‌্যালিতে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামনুর রশিদ প্রমুখ। পরে জেলার চারঘাট উপজেলা সদরসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
×