ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ আগস্ট ২০১৭

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর শ্বেতশুভ্র কালো কারুকার্য শাড়ি পরিহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্তচিত্তে বেদিমূলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বেজে ওঠে শোকার্ত সুরের মূর্ছনা। বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদর্শন করে। রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয় জাতির পিতার প্রতি। এরপর অশ্রুসজল প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং পিতা বঙ্গবন্ধু ও মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর দলীয় নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের পক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরউল্যাহ, উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জন-প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোর্শ্রাফ হোসেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপি, শেখ হেলাল উদ্দিন, এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম এমপি, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও আব্দুর রহমান এমপি, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, নূর এ আলম চৌধুরী (লিটন), বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, রোকসান ইয়াসমিন ছুটি এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল, বিমল কৃষ্ণ বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. খোন্দকার মোঃ নাছিরউদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহাবুবুর রহমান হিরণ, বাবুল আক্তার বাবলা ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বদিউজ্জামান সোহাগ, কাজী এনায়েত, আনোয়ার হোসেন আনু, প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও তিন বাহিনীর প্রধানগণসহ পুলিশের আইজিপি একেএম শহিদুল হক ও ডিআইজি (হেডকোয়ার্টার) বিনয় কৃষ্ণ বালাসহ বহু পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। ১০টা ২০ মিনিটি পর্যন্ত রাষ্ট্রীয় এসব কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বেদিমূল থেকে বঙ্গবন্ধু ভবন অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও মন্ত্রিপরিষদসহ কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, গোপালগঞ্জ জেলা জজশীপ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠান এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর সমাধিবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের গভীর শ্রদ্ধা জানানো হয়। টুঙ্গিপাড়ার এসব কর্মসূচীতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (কাকন), দফতর সম্পাদক ইলিয়াস হক, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ-সম্পাদক আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর-মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আক্রামুজ্জামান আকরাম, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছিমা আক্তার রুবেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা খানম, এ্যাডভোকেট শামসুন্নাহার, জেলা যুবলীগ সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সাধারণ-সম্পাদক এম বি সাইফ বি, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহসিন উদ্দিন সিকদার, তাসবিরুল হুদা বাবু ও নিতিশ রায়, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রমুখ। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদে জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহ্্ফিলে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ-মাহফিলের মোনাজাতে অংশ নেন। পরে দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সসহ আশপাশ এলাকায় ছিল নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কালো তোরণ, কালো ব্যানার আর সুসজ্জিত কালো পতাকা বেষ্টিত চারদিকে ছিল শোকাবহ পরিবেশ। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে নামে সাধারণ মানুষের ঢল। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মুজিবপ্রেমী মানুষগুলো ভিড় করে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এদিন দুপুর ১২টায় ৪০ হাজার শোকার্ত মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এরমধ্যে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে ৩০ হাজার মুসলিম অতিথি এবং বালাডাঙ্গা স্কুল মাঠে ১০ হাজার হিন্দু, খ্রীস্টান ও বুদ্ধিস্টসহ বিভিন্ন অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানের দেখভাল করেন। পরে তিনি ও তার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিবেদিতে ফুল দিয়ে শোক দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা, মিলাদ, আলোচনা সভা, দোয়া-মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
×