ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় অপহৃত কলেজছাত্রী ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৫:২৬, ১৬ আগস্ট ২০১৭

সাতক্ষীরায় অপহৃত কলেজছাত্রী ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অপহরণ করার ৪৮ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের এক কলেজছাত্রীকে। সোমবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে পড়তে যাওয়ার পথে তাকে এক ছাত্রশিবির কর্মীর নেতৃত্বে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপহৃতের নাম প্রিয়াঙ্কা মল্লিক (১৭)। সে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া চন্ডিতলা গ্রামের জগন্নাথ মল্লিকের মেয়ে ও কুশুুলিয়া স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অপহৃতের মা বাদী হয়ে কালিগঞ্জ থানায় সোমবার অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার দুপুরে মামলাটি রেকর্ড করেছে। কুশুলিয়া চন্ডিতলা গ্রামের প্রভাষ সরদার জানান, পিয়ঙ্কা মল্লিক কুশুলিয়া স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে উপজেলার ফরিদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ইসরাফিল হোসেন তাকে উত্ত্যক্ত করত।সোমবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাড়ি থেকে কিছুদূর না যেতেই ইসরাফিল হোসেনসহ কয়েকটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রিয়ঙ্কার গতিরোধ করে।একপর্যায়ে তার মুখে রুমাল গুঁজে দিয়ে চেতনানাশক প্রয়োগ করে অপহরণের পর অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
×