ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে দম্পতি ও পিতাপুত্রসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:২৪, ১৬ আগস্ট ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে দম্পতি ও পিতাপুত্রসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদ্যুতস্পৃষ্টে ঠাকুরগাঁওয়ে দম্পতি, টাঙ্গাইলে পিতাপুত্র, পঞ্চগড় ও বরিশালে গৃহবধূ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঠাকুরগাঁও ॥ রান্না ঘরে বৈদ্যুতিক চুলার তারে জড়িয়ে যাওয়া স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও। সোমবার রাত ৮টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে। নিহতরা হলেন, মিলনপুর গ্রামের মৎস্য চাষী নজরুল ইসলাম (৪১) ও স্ত্রী শিউলী বেগম (৩৫)। নিহতের পরিবারের লোকজন জানায়, ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিউলী বেগম বৈদ্যুতিক চুলায় রান্না করছিলেন। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে শিউলী চুলার তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় স্বামী নজরুল ইসলাম স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলে দু’জনেই প্রাণ হারান। টাঙ্গাইল ॥ কালিহাতীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেওপুর গ্রামে লেয়ার মুরগির ফার্মে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৫০) ও তার পুত্র আবু দারদা (২২) মারা গেছে।এলাকাবাসী জানায়, আব্দুল করিমের নিজস্ব লেয়ার মুরগি ফার্মের নিরাপত্তার জন্য ফার্মে বিদ্যুতের লাইন দিয়ে রাখত। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ছেলেকে নিয়ে ফার্ম খুলতে যায়। কিন্তু বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে ভুলে যাওয়ায় পিতা-পুত্র দু’জনেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পঞ্চগড় ॥ মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন কমিলা খাতুন (২৫) নামের এক গৃহবধূ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গৃহবধূ আকলিমা দুপুরে নিজের মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় চার্জ শেষ হয়ে ফোন সেটটি বন্ধ হয়ে যায়। চার্জ দেয়ার জন্য তিনি শোয়ার ঘরে যান। এ সময় মাল্টিপ্লাগে চার্জারের সংযোগ লাগানোর সঙ্গে সঙ্গেই চার্জারের তার বিদ্যুতায়িত হয়ে তিনি আটকে পড়েন। বরিশাল ॥ ঘরের চালের ওপর পেয়ারা পারতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর নিজ ঘরের চালের ওপর পেয়ার পারতে গিয়ে গৃহবধূ হোসনেয়ারা বেগম (৫০) বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।
×