ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২২, ১৬ আগস্ট ২০১৭

ঝিনাইদহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ আগস্ট ॥ সদর উপজেলার পাকা গ্রামের আব্দুল আজিজ নামের (৬০) একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পাকা গ্রামের বাজারে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, সোমবার সন্ধ্যার দিকে বাইসাইকেল দিয়ে চাপা দেয়ার কারণে সদর উপজেলা পাকা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ একই গ্রামের মতিয়ার রহমানকে মারধর করে। এতে প্রচ- ক্ষুদ্ধ হয় মতিয়ার রহমান। এর জের হিসেবে আব্দুল আজিজ রাতের খাবার খেয়ে রাত ১০টার দিকে স্থানীয় গ্রামের বাজারে যান। সেখানে মতিয়ার ও তার লোকজন আজিজের উপর হামলা চালায়। হামলাকারীরা আজিজকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় আজিজের চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সদর থানার ওসি ইমদাদুল হক জানান, এই হামলার সঙ্গে জড়িত বলে পাকা গ্রামের মতিয়ার রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গীতে নিরাপত্তা কর্মী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, সোমবার গভীর রাতে টঙ্গীর মরকুন এলাকার একটি প্লাস্টিক কারখানার অভ্যন্তরে একদল দুর্বৃত্ত দায়িত্ব পালনরত অবস্থায় এক নিরাপত্তাকর্মীকে খুন করেছে। নিহত নিরাপত্তাকর্মীর নাম ইদ্রিস আলী। তার বাড়ি নওগাঁ জেলায়। মঙ্গলবার সকালে কারখানার সিঁড়ি থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। হবিগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার সকালে নবীগঞ্জের চরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, এই ব্যক্তিকে কোন দুর্বৃত্তচক্র অপহরণের পর নির্মমভাবে হত্যা করে। নিহত গোলাপ মিয়ার স্বজনরা জানান, নবীগঞ্জ পৌর শহর থেকে আগের দিন সোমবার রাতে তিনি নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশে জানানো হয়। সীতাকুন্ডে পাগল নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকুন্ডে অজ্ঞাত পাগলের (৫৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ফৌজদারহাট পোর্টলিংক রোড এলাকার শুকতারা লেক থেকে এ লাশটি উদ্ধার করে। সীতাকু- থানার উপ-পরিদর্শক সাইফুল্লাহ জানান,‘উপজেলার সলিমপুর ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন শুকতারা লেকে একটি লাশ পানিতে ভাসতে দেখে,সকালে স্থানীয় কফিল উদ্দিন সীতাকু- থানা পুলিশকে বিষয়টি অবগত করে।
×