ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০তে মালিকের অনন্য অর্জন

প্রকাশিত: ০৫:১৫, ১৬ আগস্ট ২০১৭

টি২০তে মালিকের অনন্য অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি২০তে ৭০০০ রান পূর্ণ করলেন পাকিস্তানের শোয়েব মালিক। তবে বিশ্বের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি২০ ক্রিকেটে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন মালিক। টুর্নামেন্টের ১২তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫টি চারে ৩৮ বলে ৫১ রান করেন তিনি। এমন ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৭০০০ রান পূর্ণ করেন মালিক। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এখন পর্যন্ত ২৭৫ ম্যাচের ২৫৯ ইনিংসে মোট ৭০০১ রান করেছেন মালিক। ৪৩টি হাফ-সেঞ্চুরি করলেও কোন সেঞ্চুরি পাননি তিনি। এই ফরমেটে তার ব্যাটিং গড়-৩৭ দশমিক শূন্য চার। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৩শ’ ম্যাচে ১০২৫২ রান করেন। দশ হাজারি ক্লাবের এক সদস্য তিনিই। এরপর আছেন সাবেক নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককুলাম। তার রান ৮০২৩। ৭৫৬২ রান নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।
×