ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের টানা তিন হার

প্রকাশিত: ০৫:১৫, ১৬ আগস্ট ২০১৭

বাংলাদেশের টানা তিন হার

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের লিওতে চলছে ব্রিজ বিশ্বকাপের ৪৩তম আসর। তাস খেলার সর্বোচ্চ এই আসরে এই প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে দুই জয়ে আশা জাগালেও পরের টানা তিন ম্যাচে হেরে গেছে তারা। পঞ্চম রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ৪৩-১০, ষষ্ঠ রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে ৪৪-২০ এবং সপ্তম রাউন্ডে জার্মানির কাছে ৬৪-১৪ পয়েন্টে হারে বাংলাদেশ। অষ্টম ও নবম রাউন্ডে বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ যথাক্রমে মিসর এবং ফ্রান্স। এর আগে বাংলাদেশ প্রথম রাউন্ডে মেক্সিকোকে ৪৫-১২ এবং তৃতীয় রাউন্ডে ইতালিকে ২৩-২০ পয়েন্টে হারিয়েছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ১৯-৩০ পয়েন্টে ব্রাজিল এবং হল্যান্ডের কাছে চতুর্থ রাউন্ডে ২৬-২৩ পয়েন্টে হেরে যায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ দল তাদের লক্ষ্যের কথা জানিয়েছিল দ্বিতীয় রাউন্ডে যাবার। বিশ্বের আটটি জোন থেকে মোট ২২টি দল ৪৩তম ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে। রাউন্ড রবীন লীগ পদ্ধতির এই খেলায় বাংলাদেশ ২১ ম্যাচ খেলবে। এই পর্বের সেরা আট দল খেলবে পরবর্তী পর্বে। আর এই পর্বে খেলার স্বপ্নই দেখছে মুশফিকুর রহমান মোহনের দল।
×