ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক র‌্যাপিড দাবা

গ্র্যান্ডমাস্টার জিয়া চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:১৪, ১৬ আগস্ট ২০১৭

গ্র্যান্ডমাস্টার জিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘ডন গ্রুপ আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’য় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাড়ে ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হন আবজিদ রহমান। ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় থেকে ষষ্ঠ হন যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, গোলাম মোস্তফা ভুঁইয়া, ফিদেমাস্টার সাইফউদ্দিন এবং নাসিম হোসেন ভুঁইয়া। সপ্তম থেকে দশম হন যথাক্রমে উতেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ এবং সুব্রত বিশ্বাস। উত্তরা ক্রিডেন্স কলেজ, ২৪, আলাওল এভিনিউ, সেক্টর # ৬, উত্তরা, ঢাকায় সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এক গ্র্যান্ডমাস্টার, পাঁচ ফিদেমাস্টার, তিন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০৬ দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নর লায়ন আমিনুল ইসলাম লিটন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের উপদেষ্টা লায়ন মনির হোসেন, অধ্যাপক ড. শোয়াইব জিবরান, উত্তরা ক্রিডেন্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুল হক এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের উপদেষ্টা কবি আনোয়ার মজিদ।
×