ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কষ্টার্জিত জয়ে শুরু কেভিতোভার

প্রকাশিত: ০৫:১১, ১৬ আগস্ট ২০১৭

কষ্টার্জিত জয়ে শুরু কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ সিনসিনাতি ওপেনের পরই ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ডসøামে অংশ নেয়ার আগে টেনিস তারকারা এই আসরটিকে অন্যতম প্রস্তুতি হিসেবেই নিয়ে থাকেন। সেই আসরের শুরুটা বেশ সংগ্রামী হয়েছে পেত্রা কেভিতোভার। প্রথমপর্বে তিনি খেলতে নেমে প্রথম সেটেই হেরে গিয়েছিলেন। এরপর কষ্টার্জিত জয় তুলে নেন এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইটের বিরুদ্ধে কঠিন সংগ্রামের পর। ১-৬, ৭-৬ (৭-২) ও ৬-৩ সেটে জিতেছেন তিনি। এছাড়াও প্রথমপর্বে জিতেছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা, ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো, ইতালির ক্যামিলা জিওর্জি ও রবার্টা ভিঞ্চি, হল্যান্ডের কিকি বার্টেন্স, স্পেনের কার্লা সুয়ারেজ ও যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভার দিকে সবারই দৃষ্টি এখন বিশেষভাবে নিবদ্ধ। ভয়ানক ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন। ফিরে আসার পর পারফর্মেন্সে বেশ উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছেন এ চেক তারকা। সিনসিনাতি ওপেনে ১৪ নম্বর বাছাই হিসেবে খেলছেন এ চেক তরুণী। প্রথম সেটে ৬-১ ব্যবধানে হার এবং দ্বিতীয় সেটে ৪-২ ব্যবধানে পিছিয়ে থেকে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিলেন তিনি। ২১ বছর বয়সী বিশ্বের ২৮ নম্বর এস্তোনিয়ার কন্টাভেইট দুর্দান্ত খেলছিলেন। আর একের পর এক ভুল করেই যাচ্ছিলেন কেভিতোভা। সেই সুযোগেই এমন সুবিধাজনক অবস্থানে চলে যান কন্টাভেইট। কিন্তু এই বেকায়দা অবস্থান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান কেভিতোভা। ব্রেক পয়েন্ট জিতে শেষ পর্যন্ত দ্বিতীয় সেটের ফয়সালাকে গড়িয়ে নিয়ে যান টাইব্রেকে। ৭-৬ (৭-২) ব্যবধানে জিতে সমতা আনার পরই আত্মবিশ্বাস ফিরে পান সাবেক এ বিশ্বসেরা। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে আর তেমন ভুল করেননি। জিতেছেন ৬-৩ সেটে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ার পর স্বস্তি নিয়ে কেভিতোভা বলেন, ‘আমার মনে আছে যখন ২১ বছর বয়স ছিল আমি কোন চাপ ছাড়াই খেলতাম এবং চেষ্টা করতাম বড় মঞ্চে বড় তারকাদের সঙ্গে যতটা সম্ভব ভাল খেলার। কিন্তু এ্যানেট অন্যরকম খেলেছে এবং আমার কাছে এটাই প্রত্যাশিত ছিল যে অনেক কঠিন হবে ম্যাচটি। এক সেট হেরে এবং পরের সেটে গিয়ে ব্রেক পয়েন্ট দিয়ে পিছিয়ে পড়ার পর ফিরে আসাটা কোনভাবেই সহজ নয়।’ রজার্স কাপে দারুণ খেলা দুই তারকা সেøায়ান স্টিফেন্স ও লুসি সাফারোভার মধ্যে বিজয়ীকে পাবেন তিনি প্রতিপক্ষ হিসেবে। কেভিতোভা জিতলেও ১৩ নম্বর বাছাই দারুণ ফর্মে থাকা ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ বিদায় নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভার কাছে ৬-০, ৭-৬ (৮-৬) ব্যবধানে হেরে যান। যুক্তরাষ্ট্রের তরুণী ম্যাডিসন ৬-৪, ৩-৬ ও ৬-৩ সেটে স্বদেশী কোকো ভ্যানডেওয়েঘে, সুয়ারেজ ৬-৩, ৭-৫ সেটে ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি, ভিঞ্চি ৭-৫, ৭-৫ সেটে হাঙ্গেরির টিমিয়া বাবোস, জিওর্জি ৬-২, ৬-২ সেটে চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা, কাসাতকিনা ৬-৪, ৬-২ সেটে বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচ এবং সুরেঙ্কো ৫-৭, ৭-৬ (৮-৬), ৬-০ সেটে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে দিয়েছেন।
×