ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সায় পাউলিনহো, অভিনন্দন নেইমারের

প্রকাশিত: ০৫:১০, ১৬ আগস্ট ২০১৭

বার্সায় পাউলিনহো, অভিনন্দন নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার ন্যুক্যাম্প ছাড়ার পর ব্রাজিলিয়ান ফুটবলারদের দিয়েই ঘাটতি মেটানোর চেষ্টা করছে বার্সিলোনা। এ লক্ষ্যে মিডফিল্ডার কুটিনহোকে নেয়ার জোর চেষ্টা করছে কাতালানরা। এখন পর্যন্ত সফল না হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ পরাশক্তিরা। এরই মধ্যে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহোকে দলে ভিড়িয়েছে বার্সা। আর নতুন ক্লাবে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক কাতালান তারকা নেইমার। চার বছরের জন্য বার্সিলোনায় যোগ দিয়েছেন পাউলিনহো। তার বার্সিলোনায় যোগ দিতে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন সদ্য সাবেক ক্লাব চীনের গুয়াংজু এভারগ্রান্ডের কোচ লুইস ফেলিপে সোলারি। সোমবার কাতালান ক্লাবটিও তা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছালে চুক্তি হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বার্সিলোনা কর্তৃপক্ষ। পাউলিনহোকে কিনতে চার কোটি ইউরো খরচ হচ্ছে বাসার। ন্যুক্যাম্পে তার বাই আউট ক্লজ ১২ কোটি ইউরো। আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য নেইমার ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পর এই প্রথম খেলোয়াড় কিনল লা লিগার অন্যতম সফল ক্লাবটি। ২০১৫ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে গুয়াংজুতে নাম লেখানো পাউলিনহো চীনের দলটির হয়ে জিতেছেন দুটি চাইনিজ সুপার লীগ ও একটি এএফসি চ্যাম্পিয়ন্স লীগসহ মোট ছয়টি শিরোপা। ব্রাজিলিয়ান জাতীয় দলের সতীর্থ পাউলিনহোকে বার্সিলোনাতে শুভকামনা জানিয়েছেন নেইমার। সদ্যই বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো নেইমার বলেন, আশাকরি তুমি সেখানে খুশি থাকবে, ঠিক আমি যেমনটি ছিলাম। ২০১৩ সালে করিন্থিয়ান্স ছেড়ে ইংলিশ ফুটবলে পাড়ি জমানোর আগেও পাউলিনহোর ব্যাপারে আগ্রহী ছিল বার্সা। কিন্তু কথাবার্তা আর অগ্রসর হয়নি। দু’বছর পর টটেনহ্যাম ছেড়ে চাইনিজ ফুটবলে গিয়ে পর্দার আড়ালে চলে যান। বার্সায় আগমনের মধ্যদিয়ে ক্লাব ফুটবলে আবারও নিজের আবির্ভাবের জানান দিলেন ব্রাজিলের হয়ে ৪১টি ম্যাচ খেলা এ প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। আজ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে বার্নব্যুতে বার্সার হয়ে অভিষেক হয়ে যেতে পারে পাউলিনহোর। পাউলিনহোকে কিনে নেইমারের শূন্যতা পূরণের মিশন শুরু করেছে বার্সিলোনা। তবে কাতালান ক্লাবটির সমর্থকরা পাউলিনহোকে পেয়ে তেমন খুশি হতে পারেনি। স্প্যানিশ এক দৈনিকের জরিপে দেখা গেছে, বার্সার শতকরা ৮০ ভাগ সমর্থকই পাউলিনহোকে কেনার বিরুদ্ধে ছিল। নেইমার চলে যাওয়ায় বার্সা আক্রমণভাগের বাঁপ্রান্তে শূন্যতার সৃষ্টি হয়েছে। ক্লাবটির সমর্থকরা চেয়েছিল, নেইমারের সমমানের না হোক, অন্তত তার কাছাকাছি মানের কোন খেলোয়াড়কে কিনে পূরণ করা হবে এ শূন্যতা। বার্সাও সে লক্ষ্যে বেশ কিছুদিন ধরে ফিলিপে কুটিনহো ও ডেম্বেলের পিছু ছুটেছে। কিন্তু তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কুটিনহোর ক্লাব লিভারপুল ও ডেম্বেলের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। যদিও স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনই কুটিনহোর পিছু ছাড়ছে না বার্সা। ব্রাজিলিয়ান এ এ্যাটাকিং মিডফিল্ডারকে কিনতে লিভারপুলের কাছে তৃতীয় দফা প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ক্লাবটি। অর্থাৎ বার্সার মূল লক্ষ্যই এখন কুটিনহো আর ডেম্বেলে। গত এল ক্লাসিকোতে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে যাওয়ার পর বার্সা খেলোয়াড়রাই বলছেন, দলের শক্তি আরও বাড়াতে হবে। নাহলে লম্বা মৌসুমে একই গতিতে ছোটা কঠিন হয়ে যাবে। সমর্থকদের মধ্যেও দাবি জোরালো হয়েছে।
×